ব্রাত্য মানুষদের মনুষ্যত্ব নিয়ে রাজা সেনের নতুন ছবি
RBN Web Desk: তাঁর ঝুলিতে রয়েছে ‘দামু’, ‘আত্মীয়স্বজন’ ও ‘দেশ’-এর মতো ছবি। তিন বছরের বিরতি কাটিয়ে আবার নতুন ছবি নিয়ে হাজির চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেন। এক সিঙ্গল মাদারের কাহিনী নিয়ে তিনি তৈরী করেছেন ‘ভালবাসার গল্প’। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে মুক্তি পেল এই ছবির ট্রেলার।
এই ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন দেবিকা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, দেবদূত ঘোষ, রূপাঞ্জনা মিত্র, কৌশিক বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন ও দুলাল লাহিড়ী। ‘ভালবাসার গল্প’র সঙ্গীত পরিচালনা করেছেন নচিকেতা চক্রবর্তী ও পার্থ সেনগুপ্ত।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
ছবির গল্প একটি মেয়েকে নিয়ে, যে এক দুর্ঘটনায় তার স্বামীকে হারায়। তার একটি শিশুকন্যা বর্তমান। যেহেতু বাড়ির অমতে বিয়ে, তাই কোনও বাড়ির তরফেই আশ্রয় পায় না মেয়েটি। স্বামীর অফিসে একটি চাকরি পেলেও তাতে খুব একটা সুরাহা হয় না। পরিস্থিতি সামলাতে তাকে অপেক্ষাকৃত নিম্নমানের একটি বাড়ি ভাড়া নিতে হয়। সেই বাড়িতে প্রতিবেশী হিসেবে সে যাদের পায়, তেমন শ্রেণীর মানুষকে মেয়েটি কোনওদিনই খুব একটা পছন্দ করতো না। সমাজে এদের স্থান খুব সম্মানজনক নয়। মেয়েটি অনেক কষ্ট করে নিজের সন্তানকে স্কুলে ভর্তি করে এবং যথাসম্ভব চেষ্টা করে প্রতিবেশীদের থেকে নিজেকে মেয়েকে দূরে রাখতে।
আরও পড়ুন: গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
এই সময় হঠাৎই এক দুরারোগ্য অসুখে আক্রান্ত হয় বাচ্চাটি। অসহায় মেয়েটি তার শ্বশুরবাড়ি, বাপেরবাড়ি ও দিদির কাছে সাহায্য চায়। কিন্তু এই অবস্থায় কেউই তার পাশে এসে দাঁড়ায় না। এমন সময় মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে আসে তার সেই প্রতিবেশীরা যাদের সে প্রাণপনে এড়িয়ে চলতো। কেউ তার জন্য পাড়ার পুজো বন্ধ করে দেয়, তো কেউ জীবনের শেষ সম্বলটুকুও তুলে দেয় বাচ্চাটিকে বাঁচাতে। কিভাবে সেই সমস্ত অনাত্মীয় মানুষগুলো তার পাশে এসে দাঁড়িয়ে পরমাত্মীয়ের কর্তব্য পালন করে সেই নিয়েই এই ছবি।
শীঘ্রই মুক্তি পাবে ‘ভালবাসার গল্প’।
ছবি: রাজীব মুখোপাধ্যায়