শীতে নয়, এবার বর্ষায় সার্কাসের খেল

RBN Web Desk: ছোটবেলায় শীতের ছুটি মানেই সার্কাসের মজা। বাঘ, হাতি ও নানাপ্রকার প্রাণীদের মজার-মজার খেলা দেখার আনন্দে একটা সময় মেতে থাকত বাচ্চা থেকে বুড়ো। সে সব দিন এখন অতীত। প্রাণীদের খেলা সেভাবে চোখে না পড়লেও সার্কাসের নস্ট্যালজিয়া আজও রয়ে গেছে বাঙালিদের মধ্যে। সেই নস্ট্যালজিয়াকেই ফের ফিরিয়ে আনতে চলেছে ‘সার্কাসের ঘোড়া’। পরিচালক ঈপ্সিতা রায় ও রাজেশ দত্ত পরিচালিত এই নতুন ছবিতে আট থেকে আশি সকলেই ফিরে পাবে পুরোনো সার্কাসের নস্ট্যালজিয়া। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার।

‘সার্কাসের ঘোড়া’র গল্প কী নিয়ে?

ছোট্ট তাতাইয়ের ইচ্ছে সে সার্কাসে গিয়ে ঘোড়া দেখবে। তবে কোনও সাধারণ ঘোড়া নয়, এক বিশেষ ধরণের ঘোড়ার কথা বলে সে। কিন্তু কিছুতেই সেই ঘোড়ার সঙ্গে তার দেখা হয়ে ওঠে না। তার পরিচিত সকলেই তাতাইকে ঘোড়া দেখানোর চেষ্টায় নেমে পড়ে। কী হয় এরপর?

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

সার্কাস নিয়ে ১৯৯৬ সালে মুক্তি পায় রাজা সেন পরিচালিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘দামু’। সেখানেও রুঙ্কু দিদিমণিকে হাতি দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায় দামু। তাহলে কি ‘সার্কাসের ঘোড়া’ কোনওভাবে ‘দামু’ থেকে অনুপ্রাণিত?

“না কখনওই নয়,” দাবি ঈপ্সিতার। “’দামু’র গল্প সম্পূর্ণ আলাদা। আমাদের ছবি সার্কাসের পাশাপাশি জীবনের মূল্যবোধের কথা বলে। তাই দুটো ছবিকে আলাদাভাবে মনে রাখবেন দর্শক।”

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

একই প্রসঙ্গে রাজেশ বললেন, “রাজাদা আমাদের কাছে নমস্য ব্যক্তি। তাঁর থেকে আমরা প্রতিনিয়ত শিখছি। তাই তাঁর থেকে অনুপ্রেরণা নিলেও দুটো গল্প একেবারেই আলাদা। আমাদের এখানে যে ঘোড়ার কথা বলা হচ্ছে সেটা কিছুটা কল্পনার দ্বারা নির্মিত।”

ছবিতে অবসরপ্রাপ্ত সেনা অফিসার মানিকবাবুর চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। 

আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে

“মানুষের মধ্যে তৈরি হওয়া সবরকমের সম্পর্কই কিন্তু আদতে শর্তসাপেক্ষ। বাবা-মা তার সন্তানকে উচ্চশিক্ষিত করে নিজেদের ভবিষ্যত সুরক্ষার আশায়। তাই সন্তান যখন বিদেশে গিয়ে বাবা-মাকে সময় দিতে পারে না, তখন সে কুসন্তান হয়ে যায়। সেখানে দাদু-দিদার সঙ্গে নাতি-নাতনির সম্পর্ক সম্পূর্ণ শর্তহীন। কারণ এখানে কোনও লেনদেনের সম্পর্ক নেই। এই ছবিটা আদতে এই সম্পর্কের কথাই বলে,” জানালেন পরাণ।

‘সার্কাসের ঘোড়া’ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপঙ্কর দে, ইন্দ্রাণী হালদার, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দেবাশিষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার ও অনন্যা সেনগুপ্ত। ট্রেলারের পাশাপাশি মুক্তি পেল ছবির একমাত্র গান। সুমিত ঘোষের কথায় ও সুরে গানটি গেয়েছেন জোজো।

৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘সার্কাসের ঘোড়া’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *