মাস্ক, স্যানিটাইজ়ার সঙ্গী করে শুরু হলো শুটিং
RBN Web Desk: কড়া নিরাপত্তায় ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকের জন্য মেকআপ করছিলেন লোকনাথরূপী ভাস্বর চট্টোপাধ্যায়। শট দেওয়ার আগে হাত পেতে চেয়ে নিলেন স্যানিটাইজ়ার। অন্যদিকে মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে চিত্রনাট্যে চোখ বুলিয়ে নিলেন ‘রানী রাসমণি’ দিতিপ্রিয়া রায়। পিছিয়ে নেই ‘ত্রিনয়নী’র নয়নও। মাস্ক, গ্লাভস পরে স্যানিটাইজ় করা ফ্লোরে ঢুকলেন তিনি। নিজেকে সুস্থ রাখার দায়িত্বে গ্লাভসের ওপরেই স্যানিটাইজার ব্যবহার করলেন ‘আলোছায়া’ ধারাবাহিকের আলো।
ঠিক ৮৩ দিন পর ছন্দে ফিরল টালিগঞ্জের স্টুডিওপাড়া, শুরু হলো শুটিং। ১৭ মার্চ থেকে করোনা ভাইরাসের দাপটে বন্ধ ছিল সমস্ত ছবি ও ধারাবাহিকের কাজ। কিন্তু এভাবে কতদিন? সবার মনেই ছিল প্ৰশ্ন। অবশেষে জট কাটল। দীর্ঘদিন আলাপ-আলোচনার পর সমস্ত নিয়ম মেনে গতকাল থেকে শুরু হল শুটিং। আর সেখানেই দেখা গেল এইরকম বেশ কিছু দৃশ্য।
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
স্টুডিও চত্বরে প্রত্যেকের মুখে মাস্ক, হাতে গ্লাভস। পিপিই পোশাক ও ফেস শিল্ড পরে মেকআপ করানো হলো শিল্পীদের। এক মুহূর্তের মধ্যেই ব্যস্ত টলিপাড়া যেন ভয়ে ত্রস্ত। অবলীলায় হাতে ফোন নিয়ে ঘুরে বেড়ানো এখন বন্ধ। চরিত্র অনুযায়ী পোশাকের পাশাপাশি মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজ়ার এখন নিত্যদিনের সঙ্গী।
বাইরের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না শুটিং ফ্লোরে। প্রত্যেকের জন্য থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। ক্যামেরা, লাইটসহ শুটিংয়ের অন্যান্য সমস্ত সরঞ্জামকে নিয়মিত জীবাণুমুক্ত করা হচ্ছে। এছাড়াও চলছে ফ্লোর স্যানিটাইজ়েশন। কারোর-কারোর মুখে আবার ফেস শিল্ডও। তবে এত নিয়মের কড়াকড়ির মধ্যেও কাজে ফিরতে পেরে খুশি সকলেই। সব মিলিয়ে এই নিউ নর্মাল জীবনযাপনকেই আপন করে নিচ্ছে টলিপাড়া। সামাজিক দূরত্ব মেনে কড়া নিরাপত্তার নিশ্ছিদ্র আবরণে ঢাকা এই নতুন জীবনে হয়ত ধীরে-ধীরে অভ্যস্ত হয়ে উঠবে সকলেই।