হাসপাতালে ভর্তি সৌপ্তিক চক্রবর্তী
RBN Web Desk: জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হলো অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীকে। একটি জনপ্রিয় বাংলা বেসরকারী টেলিভিশন চ্যানেলে ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।
৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হন সৌপ্তিক। অসুস্থ শরীরেই তিনি কাজ চালিয়ে গিয়েছেন। তবে ৬ নভেম্বর গুরুতর অসুস্থ বোধ করায় শুটিংয়ে যেতে পারেননি। সেদিন রাতেই অভিনেতার রক্ত পরীক্ষা করে দেখা যায় প্লেটলেট সংখ্যা কমে ৮০,০০০ হয়ে গেছে যা কোনও প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ন্যূনতম ১.৫ লাখ হওয়া উচিৎ। সেদিন রাতেই তাঁকে এস এস কে এম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
এদিকে অভিনেত্রী রণিতা দাস জানিয়েছেন যে ৭ নভেম্বর সৌপ্তিকের প্লেটলেট আরও কমে ৬০,০০০ হয়ে যায়। অভিনেতার ঠিক কি হয়েছে তা জানা যাবে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর।