প্রথমবার টেলিভিশনে অন্য ধরণের চরিত্রে ঋ
RBN Web Desk: একের পর এক নেগেটিভ চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে ভালো চরিত্রে ফিরলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে ঋ। ছোটপর্দায় এর আগেও অভিনয় করেছেন তিনি। তবে সে সব কাজই ছিল নেতিবাচক চরিত্রে । এই প্রথমবার ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিনি একেবারে অন্য ধরণের একটি চরিত্রে অভিনয় করছেন।
এই নতুন চরিত্রে অভিনয় করা নিয়ে স্বভাবতই বেশ খুশি ঋ। এই ধারাবাহিকে তাঁকে রঙ্গনা নামের একটি মেয়ের ভূমিকায় দেখা যাচ্ছে। চরিত্রটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
সংবাদমাধ্যমকে ঋ জানালেন, “আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম ওই এক ধরণের নেতিবাচক চরিত্রে অভিনয় করতে করতে। অবশেষে কোনও ইতিবাচক চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন।”
‘দুঃখিত, আমি কাউকে তেল দিতে পারব না’
এই ধারাবাহিকে রঙ্গনার চরিত্রটি বোকাসোকা ভালমানুষ গোছের একটি মেয়ের, এ কথা জানালেন অভিনেত্রী নিজেই। “আমি খুব খুশি এই চরিত্রটা করতে পেরে,” বললেন তিনি।
রঙ্গনার চরিত্রটি ত্রিনয়নীর শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসা আরেকটি মেয়ের। অর্থাৎ ত্রিনয়নী ও রঙ্গনা একই পরিবারের দুই জা। এই ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করছেন দেবযানী চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল মল্লিক।