ফেরত গেল অ্যালার্ম ঘড়ি, আসছে সত্যজিতের ‘রে’

RBN Web Desk: আসছে সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে হিন্দি ওয়েব সিরিজ় ‘রে’। অভিষেক চৌবে, ভাসান বালা ও সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় চারটি গল্প নিয়ে সিরিজের টিজ়ারটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এই চারটি গল্পে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন কেকে মেনন, গজরাজ রাও, মনোজ বাজপেয়ি, আলি ফজ়ল, শ্বেতা বসু প্রসাদ, চন্দন রায় সান্যাল, হর্ষবর্ধন কাপুর, রাধিকা মদন, অনিন্দিতা বসু, বিদিতা বাগ ও দিব্যেন্দু ভট্টাচার্য। 

প্রথম পর্বটি পরিচালনা করেছেন ‘ইশকিয়া’ ও ‘উড়তা পাঞ্জাব’ খ্যাত পরিচালক অভিষেক। গল্পের নাম ‘হাঙ্গামা হ্যায় কিঁউ বরপা’। একজন সঙ্গীতশিল্পী ও এক বক্সারের ট্রেনে সফর করার গল্প। ‘বারীন ভৌমিকের ব্যারাম’ কাহিনী অবলম্বনে এই পর্বে অভিনয় করেছেন মনোজ ও গজরাজ। গল্পের প্রেক্ষাপট একটি ট্রেনের কামরা, যেখানে সফররত দুই অপরিচিত ব্যক্তি একটা সময় বুঝতে পারেন তারা আগেও মুখোমুখি হয়েছেন। গল্পের কেন্দ্রে রয়েছে একটি অ্যালার্ম ঘড়ি। 

আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান

দ্বিতীয় গল্পটির নাম ‘ফর্গেট মি নট’, পরিচালনা করেছেন সৃজিত। অভিনয়ে রয়েছেন আলি ও শ্বেতা। এটি সম্ভবত ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে। বিপিন চৌধুরীর এক অদ্ভুত ভ্রমণের গল্প নিয়ে এই কাহিনী যা তাঁর স্মৃতিপট থেকে সম্পূর্ণ মুছে যায়। 

তৃতীয় পর্বের পরিচালকও সৃজিত, নাম ‘বহরূপিয়া’। এটি সত্যজিতের ‘বহুরূপী’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে। কাহিনী একজন মেকআপ আর্টিস্টকে নিয়ে যিনি তার পেশাগত জীবনে চরম হতাশ হয়ে একদিন ভালোলাগার এক নতুন পথ বেছে নেন। এই পর্বে অভিনয় করেছেন কেকে মেনন ও বিদিতা। 




চতুর্থ গল্প ‘স্পটলাইট’। এই পর্বটি পরিচালনা করবেন ভাসান। এক অভিনেতার জীবনের অপ্রাপ্তি ও তার অবসানের জন্য অভিনব এক উপায় অন্বেষণ করা নিয়েই এই গল্প। 

এছাড়াও সম্ভবত সত্যজিতের আরও কিছু ছোটগল্প এই সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে।

২৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘রে’।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *