মাদ্রিদের পথে ভুয়ো খবরের ‘শিরোনাম’
কলকাতা: সাড়ে পাঁচ ইঞ্চির স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ মানব সভ্যতা। হাতে থাকা অত্যাধুনিক স্মার্টফোনে মশগুল আট থেকে আশি। রাজনীতি, খেলা, বিনোদন সবকিছুরই সর্বশেষ খবরের যোগান দেয় এই মোবাইল। ডিজিটাল মিডিয়া কার্যত নিয়ন্ত্রণ করে চলেছে সমাজের স্বকীয় ভাবনা, বুদ্ধি, সামাজিক অবস্থান। কোনও খবর বা ঘটনার সত্যতা বিচার না করেই তা ছড়িয়ে দেওয়া হচ্ছে পাঠক মহলে। এ ধরণের ভুয়ো খবরের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই।
সেই ভুয়ো খবর ও ডিজিটাল মিডিয়ার দৌরাত্ম্য এবার ছবির মাধ্যমে তুলে ধরলেন পরিচালক ইন্দ্রনীল ঘোষ। হায়দরাবাদ বাঙালি চলচিত্র উৎসবের ওয়ার্ল্ড প্রিমিয়র বিভাগে দেখানো হল পরিচালক হিসেবে ইন্দ্রনীলের প্রথম ছবি ‘শিরোনাম’। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়। ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে যীশু ও স্বস্তিকাকে । ছবিতে যীশু একজন স্থির চিত্রগ্রাহক এবং স্বস্তিকা স্থপতি।
স্মরণে ভাস্কর চক্রবর্তী
ছবি নিয়ে হায়দরাবাদের দর্শকমহলের প্রতিক্রিয়া জানতে চাইলে, রেডিওবাংলানেট-কে ইন্দ্রনীল জানালেন, “সবাই তো ভীষণ ভালো বলছে। এরপরে আরও কয়েকটা চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা আছে। মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে ‘শিরোনাম’। এছাড়া লন্ডন ইন্টারন্যাশনাল মোশন পিকচারস অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছে। সম্প্রতি মুম্বইয়ের কলা সম্রুদ্ধী দ্বারাও পুরস্কত হয়েছে এই ছবি।”
এই ধরণের চলচ্চিত্র উৎসবগুলি সিনেমা নিয়ে আলোচনার জায়গা। তাই হায়দরাবাদ বাঙালি চলচ্চিত্র উৎসবের কর্তৃপক্ষ চাইতেই ছবিটা দিতে রাজি হয়ে যান পরিচালক। ‘চোখের বালি’ ও ‘নৌকাডুবি’র প্রোডাকশন ডিজ়াইনের জন্য চলচ্চিত্রে দু’বার জাতীয় পুরস্কার পান পরিচালক ঋতুপর্ণ ঘোষের ভাই ইন্দ্রনীল। ঋতুপর্ণর একাধিক ছবির শিল্প নির্দেশনা করেছেন তিনি।
স্বপ্ন দেখি, কলেজ ফেস্টে কেউ একদিন বাংলা খেয়াল গাইবে: সুমন
‘শিরোনাম’-এর ভাবনা বহুদিনের। ছবির গল্প ও চিত্রনাট্য দুই লিখেছেন ইন্দ্রনীলের স্ত্রী দীপান্বিতা ঘোষ মুখোপাধ্যায়। ভাই ছবি পরিচালনা করার কথা ভাবছে শুনে ঋতুপর্ণ নিজে এসেছিলেন চিত্রনাট্য শুনতে। প্রথম ছবি পরিচালনার ক্ষেত্রে এত শক্ত বিষয় নিয়ে ভেবেছেন শুনে দ্বিধাগ্রস্ত ঋতুপর্ণকে আশ্বস্ত করেছিলেন ইন্দ্রনীল।
‘শিরোনাম’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজা নারায়ণ দেব।
তাঁর ছবিতে বর্তমান সমাজে ডিজিটাল মিডিয়ার শুধু যে খারাপ দিকটাই তুলে ধরছেন ইন্দ্রনীল এমনটা নয়। ভেতরকার ভালোটুকুও থাকবে এই ছবিতে। এছাড়া একটা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে নতুন ভালোলাগার আগমন এই ছবির গল্পকে আরেক মাত্রা দেবেই বলে মনে করেন ইন্দ্রনীল।
তবে কলকাতায় কবে নাগাদ মুক্তি পাবে ‘শিরোনাম’, সে বিষয়ে এখনই কিছু জানাতে পারলেন না পরিচালক।