ফিরছে অনুমেঘা ও মহাব্রত, এবার সঙ্গে অনির্বাণ
RBN Web Desk: মামার রাগ কমাতে পরীপিসির সাহায্য নিয়ে তাকে সাতদিনে সাতরকম রান্না খাইয়েছিল ঘোতন। তারপর মামার যাই হোক না কেন ঘোতন কিন্তু বাবার রেখে যাওয়া গুপ্তধনের সন্ধান পেয়েছিল। তারপর ঘোতনের কী হলো? ২০১৮ সালে মুক্তি পেয়েছিল সৌকর্য ঘোষালের ‘রেনবো জেলি’। ছোটদের পাশাপাশি বড়দেরও মন জয় করেছিল ছবিটি। সেই ঘোতনের বড় হয়ে যাওয়ার ঘটনা নিয়েই সৌকর্য নিয়ে আসছেন তাঁর নতুন ছবি ‘পক্ষিরাজের ডিম’। অভিনয়ে আগের ছবির মতোই থাকছেন মহাব্রত বসু (ঘোতন) ও অনুমেঘা বন্দোপাধ্যায় (পপিন্স)। এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য ও শ্যামল চক্রবর্তীকে। সম্প্রতি হয়ে গেল ছবির মহরত অনুষ্ঠান।
যদিও ‘পক্ষিরাজের ডিম’ ঘোতন আর পপিন্সকে নিয়ে, তবু এই ছবিকে ‘রেনবো জেলি’র সিক্যুয়েল বলতে চান না সৌকর্য। “এটা ঘোতনকে নিয়ে একটা নতুন গল্প। ঘোতনের নতুন দুনিয়া বলা যায়। পাঁচ বছর পর তার কী হলো সেটাই ছবিতে দেখা যাবে। এরপর একজন আসল বৈজ্ঞানিকের সঙ্গে ঘোতনের পরিচয় হয়। আগেরবার আকাশের দিকে তাকিয়ে এরোপ্লেন দেখত ঘোতন, এবার ইউএফও দেখতে পাবে,” রেডিওবাংলানেট-কে জানালেন সৌকর্য।
আরও পড়ুন: নব্বইয়ের নস্টালজিয়া ফেরালেন শিলাজিৎ, নচিকেতা, অঞ্জন
আগেরবারের মতো রাসবিহারি অ্যাভিনিউতে নয়, এবার শ্যুটিং হবে শিমূলতলা ও কলকাতায় মিলিয়ে। আগের মতো এবারও ছবিতে জাদু-বাস্তবতা থাকছে বলে জানালেন সৌকর্য।
এ মাসের মাঝামাঝি শুরু হতে চলেছে ছবির শ্যুটিং।