স্বপ্ন দেখি, কলেজ ফেস্টে কেউ একদিন বাংলা খেয়াল গাইবে: সুমন
কলকাতা: বাংলা খেয়াল নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন কবীর সুমন। ইতিমধ্যেই সংগ্রহ করেছেন প্রায় বিস্মৃত কয়েকশো বাংলা খেয়াল। নিজেও নিয়মিত লিখছেন বন্দিশ। তবে বাংলা মূলধারার সঙ্গীতে যে খেয়াল এখনও ব্রাত্য, তাই নিয়েও যথেষ্ট ক্ষোভ রয়েছে তাঁর।
গতকাল শহরে এক অনুষ্ঠানে রেডিওবাংলানেট-কে সুমন বললেন, “বিষ্ণুপুর ঘরানা থেকে বেরিয়ে এসে বাংলা খেয়াল নিয়ে প্রথম গভীরভাবে চর্চা শুরু করেন সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা খেয়ালকে জনস্বীকৃতির জায়গায় আনতে সত্যকিঙ্কর যে কি চেষ্টা করেছিলেন ভাবা যায় না। আমরা যারা আজ একটু-আধটু বাংলা খেয়াল গাওয়ার চেষ্টা করছি, তাঁরা সবাই ওনার কাছে ঋণী। জনসমক্ষে বহুবার অপমানিত হওয়া সত্ত্বেও সত্যকিঙ্কর এই বিষয়ে সমানে লেখালেখি চালিয়ে যান।”
৩৭ বছর পর ফের সাংবাদিক গৌতম ঘোষ, মুক্তি পেল ছবির ট্রেলার
পরবর্তীকালে তারাপদ চক্রবর্তী, জ্ঞানপ্রকাশ ঘোষ, চিণ্ময় লাহিড়ির মত শিল্পীরা বাংলা খেয়াল নিয়ে নিয়মিত চর্চা করেছেন। তবুও বাংলা গানের একটা স্বতন্ত্র ধারা হিসেবে খেয়াল এগিয়ে যেতে পারেনি।
“তবে আমি আশাবাদী,” বললেন সুমন। “হিন্দী, মারাঠী, ভোজপুরী, মুলতানি, তেলুগু সহ ভারতের আট-দশটি ভাষায় খেয়াল রচনা করা হয়। তাহলে সেটা বাংলাতে হতে অসুবিধা কোথায়? স্বপ্ন দেখি যে কলেজ ফেস্টে কেউ হয়ত একদিন বাংলা খেয়াল গাইবে। তরুণ প্রজন্মের মধ্যে হয়ত জনপ্রিয় হবে সেই গান।”