বৌদি ছুটলেন পাশের বাড়ি, পেছনে স্টপওয়াচ হাতে আমি: কাঞ্চন
RBN Web Desk: একটি বাংলা বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে আজ থেকে শুরু হচ্ছে নতুন গেম শো ‘অদল বদল’। এই শো-এর সঞ্চালকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। ‘জনতা এক্সপ্রেস’-এর পর আবার কোনও গেম শো-এ সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে কাঞ্চনকে।
খেলার নিয়ম অনুযায়ী, একজন প্রতিযোগী দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই নিজের যে কোনও পুরোনো জিনসের বদলে পেয়ে যাবেন নতুন জিনিস। খেলা শুরুর আগে সেই প্রতিযোগীকে জানিয়ে দিতে হবে তিনি কোন জিনিসটি বদলাতে চান। উত্তর ভুল হলে সেই জিনিসটি আর ফেরত পাবেন না তিনি। তবে সঠিক উত্তর দেওয়ার জন্য তিনি অন্য কারোর সাহায্য নিতে পারেন।
স্মরণে ভাস্কর চক্রবর্তী
সংবাদমাধ্যমকে কাঞ্চন জানালেন যে এরকমই একটা প্রশ্নের উত্তর দেওয়ার সময়, জনৈক বৌদি সাহায্যের জন্য ছুটলেন পাশের বাড়ি। এদিকে তাঁর উত্তর দেওয়ার সময়ও তখন শুরু হয়ে গেছে। তাই কাঞ্চনকেও স্টপওয়াচ হাতে ছুটতে হল সেই মহিলার পেছনে, সঙ্গে কাঁধে ক্যামেরা নিয়ে চিত্রগ্রাহক ও গোটা শুটিং টিম। কিন্তু সেই বৌদির দৌড়ের সঙ্গে তাল রাখতে রীতিমত বেগ পেতে হয়েছিল তাঁকে। এরকম আরও অনেক মজার অভিজ্ঞতা হয়েছে ‘অদল বদল’ শুটিং করতে গিয়ে, জানালেন কাঞ্চন।