আশির দশকের বিখ্যাত হত্যা মামলা টেলিভিশনে, আইনজীবির ভূমিকায় সৌমিত্র
RBN Web Desk: বছর দুয়েক পর টেলিভিশনে ফিরছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ‘অলৌকিক না লৌকিক’ ধারাবাহিকের ‘জাতিস্মর’ গল্পে এক দুঁদে আইনজীবির ভূমিকায় দেখা যাবে তাঁকে। আশির দশকে গোটা দেশে আলোড়ন ফেলে দেওয়া দেবযানী বণিক হত্যা মামলা অবলম্বনে শুটিং চলছে ‘জাতিস্মর’-এর।
১৯৮৩ সালের ২৮ জানুয়ারি পিটিয়ে হত্যা করা হয় ২২ বছরের গৃহবধূ দেবযানীকে। ঘটনাটি ঘটে খাস কলকাতায় গড়িয়াহাট মোড়ের কাছেই বণিকবাড়িতে । এই ঘটনায় দুই মূল অভিযুক্ত দেবযানীর স্বামী চন্দন বণিক এবং শ্বশুর চন্দ্রনাথ বণিককে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।
বর্তমানের আয়নায় অতীতের প্রতিচ্ছবি
এই মামলা চলাকালীন হঠাৎই এক মহিলা আবির্ভূত হন এবং নিজেকে দেবযানীর জাতিস্মর বলে দাবী করেন। কিন্তু ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কর্ণধার প্রবীর ঘোষের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। দেবযানীর পক্ষে তখন আদালতে আইনি লড়াই চালাচ্ছিলেন তাঁর দাদু। এই চরিত্রেই দেখা যাবে সৌমিত্রকে।
‘জাতিস্মর’ গল্পে দেবযানীর নাম পাল্টে রাখা হয়েছে কুসুম। সৌমিত্র অভিনীত চরিত্রটির নাম শমীন্দ্রনাথ দত্ত।
ছবি: রাজীব মুখোপাধ্যায়