প্রচারে আরেকটু যত্নশীল হওয়া উচিৎ ছিল, মনে করেন শিলাদিত্য

RBN Web Desk: বর্তমানে কলকাতার একটিমাত্র প্রেক্ষাগৃহে চলছে শিলাদিত্য মৌলিকের ছবি ‘হৃৎপিণ্ড’। ১৩ মে মুক্তি পায় অর্পিতা চট্টোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও সাহেব চট্টোপাধ্যায় অভিনীত ছবিটি। তবে মুক্তির দশ দিনের মধ্যেই ছবিটির শো-এর সংখ্যা একে এসে দাঁড়িয়েছে। এরই মাঝে মুক্তি পেয়েছে অনীক দত্তের ‘অপরাজিত’ এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলাশুরু’। জোড়া চাপে তাই আরও কোণঠাসা ‘হৃৎপিণ্ড’।

“ছবিটি প্রচারের ক্ষেত্রে আমার আরেকটু যত্নশীল হওয়া উচিৎ ছিল,” রেডিওবাংলানেট-কে বললেন শিলাদিত্য। “তবে দর্শক ছবিটি প্রাণভরে উপভোগ করছেন। তাঁদের প্রশংসা এখনও আমার কানে আসছে।”

শিলাদিত্যের ছবিতে সম্পর্কের গভীরতা, টানাপোড়েন, এসবের একটা অনুরণন বরাবরই থাকে। সঙ্গে উপরি পাওনা হয় প্রেক্ষাপট, গান আর অসাধারণ আউটডোর। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পরবর্তী ছবি ‘চিনে বাদাম’-এর ট্রেলার। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন যশ দাশগুপ্ত ও এনা সাহা।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

“অনেকেই জানেন না ‘হৃৎপিণ্ড’ মুক্তি পেয়েছে। তবে যাঁরা দেখেছেন, সকলেই পজ়িটিভ ফিডব্যাক দিয়েছেন। বলেছেন, আলাদা ধরণের ছবি। এখন পরপর এত ছবি মুক্তি পাচ্ছে, জানি না কী করতে পারব। দর্শকদের ওটিটি রিলিজ়ের জন্য অপেক্ষা করতে হবে,” বললেন শিলাদিত্য।

সূত্রের খবর অনুযায়ী ২২ মে পর্যন্ত ₹১.৪১ কোটির ব্যবসা করেছে ‘বেলাশুরু’। ২০ মে মুক্তি পায় ছবিটি। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে ‘অপরাজিত’র শো-এর সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। প্রথম সপ্তাহে ₹১.৮৬ কোটির ব্যবসা করার পর, ২২ মে অবধি অনীকের ছবির সংগ্রহ ₹৯৮ লক্ষ।



Like
Like Love Haha Wow Sad Angry

Angana

A traveler and a lover with a musical heart. An avid reader and writer. Reads anything that falls on her hands. Has an analytical mind and is highly opinionated

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *