ইউটিউবে মিমি, পরিকল্পনায় ট্র্যাভেল ব্লগও
কলকাতা: নিজের ইউটিউব চ্যানেল খুললেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। গতকাল পূর্ব কলকাতার এক শপিং মলে এই উপলক্ষে প্রকাশিত হলো মিমির গাওয়া গান ‘আনজানা’র ভিডিও। রাজীব দত্তর কথায় ও সঙ্গীত পরিচালক ডাব্বুর সুরে এই ভিডিওতে রয়েছেন মিমি নিজেই।
সংবাদমাধ্যমকে মিমি জানালেন, “একেবারে নিজের মতো করে কিছু করার চিন্তাভাবনা বেশ অনেকদিন ধরেই ছিল। নুসরতের (জাহান) বিয়ের সময় এই নিয়ে ওর সঙ্গে কথাবার্তা হয়েছিল। ও খুব উৎসাহ দিয়েছিল। তারপর নানান কাজে ব্যস্ত হয়ে পড়ি। সম্প্রতি আবার এটা নিয়ে জোরকদমে নামি।”
তবে ‘আনজানা’ই মিমির গাওয়া প্রথম গান নয়। এর আগে শগুফতা রফিকের ‘মন জানে না’ ছবিতে ‘কেন যে তোকে’ গানটি গেয়েছিলেন মিমি। সেই গানটিরও সুর করেছিলেন ডাব্বু।
কিন্তু প্রথম গান বাংলায় না হয়ে হিন্দীতে কেন? “এর একটা কারণ অবশ্যই আরও বড় সংখ্যক দর্শকের কাছে পৌঁছনো,” বললেন মিমি। “তাছাড়া হিন্দীতে আমি বরাবরই স্বচ্ছন্দ। তবে বাংলাতে অবশ্যই গাইব এবং তার ভিডিও হবে।”
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
ইস্তানবুল ছাড়াও কাপাদোশিয়া, আন্তালিয়া ও তুরস্কের আরও বিভিন্ন স্থানে ‘আনজানা’র দৃশ্যগ্রহণ করা হয়েছে।
“‘আনজানা’ নিয়ে মিমির উৎসাহ ছিল প্রবল,” জানালেন এই গানের কোরিওগ্রাফার বাবা যাদব। “শ্যুটিংয়ের দিন একেবারে কাকভোরে সবাইকে ঘুম থেকে তুলে দিত মিমি। প্রতিটি শট নিখুঁত না হলে সন্তুষ্ট হতো না।”
‘আনজানা’র পর আরও দুটো গানের ভিডিও—‘পল’ এবং ‘পরী’—আসবে মিমির ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন: খেল দিখা সকোগে না?
“গান ছাড়াও এই চ্যানেলের মাধ্যমে একটা ট্র্যাভেল ব্লগ করার ইচ্ছে আছে,” জানালেন মিমি। “যাদবপুর অঞ্চলে বেশ কয়েকটা সামাজিক প্রকল্পের সঙ্গে আমি যুক্ত। তাই সামাজিক বার্তা রয়েছে, এমন কন্টেন্টও থাকবে আমার চ্যানেলে।”
পুজোর পর নতুন ছবির কাজ শুরু করবেন বলে জানালেন মিমি।
ছবি: সবুজ দাস