স্লিপার সেলের কর্মকাণ্ড নিয়ে ছবিতে ইন্দ্রনীল, রাজনন্দিনী, শতাফ
RBN Web Desk: যে কোনও স্বাধীন রাষ্ট্রের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ গুপ্ত ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসবাদীরা। স্বাধীনতা অর্জনের পর গত পঁচাত্তর বছরে একাধিকবার সন্ত্রাসবাদী হামলায় চরম ক্ষতির সম্মুখীন হয়েছে ভারত। এই বিষয়ের ওপর ভিত্তি করে আসতে চলেছে পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের ছবি ‘জয় হিন্দ’। ছবিতে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, শতাফ ফিগার ও পলি চট্টোপাধ্যায়।
স্লিপার সেল হলো এমন কিছু সংস্থা যারা ছদ্মবেশে, গুপ্তস্থানে অস্ত্রশিক্ষা ও পরবর্তী মিশনের প্রস্তুতি নেয়। বিশেষ প্রয়োজন ছাড়া এরা বাইরের দুনিয়ায় কারও সঙ্গে যোগাযোগ রাখে না। একমাত্র সন্ত্রাসবাদী মিশনের সময়েই এরা বাইরের পৃথিবীতে পা রাখে। ‘জয় হিন্দ’-এর বিষয়বস্তু এই স্লিপার সেলের সন্ত্রাসবাদী কার্যকলাপ।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছবিতে আনোয়ার আহমেদ জ়ায়েদ এক পাকিস্তানি স্লিপার সেলের জঙ্গি। কলকাতার পাঁচ জায়গায় স্বয়ংক্রিয় বোমা রেখে সে শহরের স্বাভাবিক জনজীবনকে স্তব্ধ করে দেয়। অ্যান্টিটেররিস্ট স্কোয়াড বা এটিএসের এসপি ইমতিয়াজ় কবিরের ওপর কলকাতার বুকে ঘটে যাওয়া এই অভূতপূর্ব জঙ্গি হামলার মূল মস্তিষ্ককে গ্রেফতার করার দায়িত্ব পড়ে।
পলি চট্টোপাধ্যায়
আলিপুর সেন্ট্রাল জেলে তিন বছর কাটিয়ে ফেলা ফাঁসির আসামি জ়ায়েদ একসময় নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছিল। সে সুস্থ জীবন ফিরে যেতে চেয়েছিল। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ক্ষমা চেয়ে মৃত্যুদণ্ড থেকে সে রেহাই পায়। নিজের গ্রামে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করবে এমনটা কথা দিয়েছিল জ়ায়েদ। কিন্তু তার কথা বিশ্বাস করেনি ইমতিয়াজ়। সে জ়ায়েদের ওপর নজর রাখতে শুরু করে। তারপর কী হলো? তদন্তে নেমে কোন সাংঘাতিক পরিকল্পনার হদিস পেল ইমতিয়াজ়? সে কি সন্ত্রাসবাদের হাত থেকে দেশকে বাঁচাতে পারবে?
কলকাতার বেশ কিছু বস্তি এলাকায় হবে ছবির শুটিং। বাস্তবধর্মী চিত্রগ্রহণের মাধ্যমে দৃশ্যগুলি শুট করতে চান পরিচালক। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন দেবারতি ভৌমিক। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ‘জয় হিন্দ’-এর শুটিং।