আয়ের নিরিখে শীর্ষ ‘সচিবজি’ জিতেন্দ্র কুমার

RBN Web Desk: সম্প্রতি শুরু হয়েছে ‘পঞ্চায়েত’ (Panchayat) ওয়েব সিরিজ়ের তৃতীয় সিজ়নের সম্প্রচার। ২০২০ সালের এপ্রিল মাসে করোনাকালে মুক্তি পেয়েছিল প্রথম সিজ়ন। ২০২২-এ আসে দ্বিতীয় সিজ়ন। গত চারবছরে ভারতে সম্প্রচারিত সবথেকে জনপ্রিয় সিরিজ়গুলির মধ্যে একদম প্রথমদিকে রয়েছে ‘পঞ্চায়েত’।

‘পঞ্চায়েত’-এর তৃতীয় সিজ়নে অভিনয় করে কত প্রারিশ্রমিক পেলেন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar), নীনা গুপ্ত (Neena Gupta) ও রঘুবীর যাদব (Raghubir Yadav)?

আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই

শোনা যাচ্ছে ‘পঞ্চায়েত ৩’-এ অভিনয় করে মোট ₹৫.৬০ লক্ষ আয় করেছেন জীতেন্দ্র। সচিবজির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই সিরিজ়ে প্রতি পর্বের জন্য নীনা পেয়েছেন ₹৫০ হাজার। মোট ₹৪ লক্ষ পারিশ্রমিক পেয়েছেন তিনি। ‘পঞ্চায়েত ৩’ সিরিজ়ে প্রধানপতির চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর। পর্বপিছু ₹৪০ হাজার উপার্জন করেছেন তিনি। তাঁর মোট পারিশ্রমিক ₹৩.২০ লক্ষ।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *