‘কেস জন্ডিস’ করতে আসছেন পরমব্রত, অঙ্কুশ, অনির্বাণ
RBN Web Desk: প্রথমবার ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন অঙ্কুশ হাজরা। সঙ্গে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তী। ‘কেস জন্ডিস’ নামের এই ওয়েব সিরিজ় পরিচালনা করেছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। লকডাউনের নিয়ম মেনে তৈরি করা এই ওয়েব সিরিজ়ে নিজের বাড়িতে থেকেই শুটিং করেছেন তিন অভিনেতা।
করোনায় আক্রান্ত গোটা পৃথিবী আজ গৃহবন্দী। তাই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে স্যাটায়ারধর্মী ঘটনার মাধ্যমে দশটি মজার পর্ব নিয়ে তৈরি হয়েছে ‘কেস জন্ডিস’। যুযুধান দুই উকিলের চরিত্রে দেখা যাবে পরমব্রত ও অঙ্কুশকে। এক পক্ষের উকিল মিঃ সেন (পরমব্রত) ও অপর পক্ষের মিঃ দাসকে (অঙ্কুশ) পরস্পরের বিরুদ্ধে সরস বাক্য বিনিময়ের মাধ্যমে কোর্টে কেস লড়তে দেখা যাবে। এক পক্ষ মানবজাতির প্রতিনিধি, অন্যজন করোনা ভাইরাসের হয়ে সওয়াল করবেন। দুই পক্ষের সমস্ত যুক্তি ও তার খণ্ডন শুনে মজাদার মন্তব্যের মাধ্যমে রায় দেবেন বিচারক (অনির্বাণ), যা মাঝে মাঝেই কোনও একদিকের প্রতি পক্ষপাত সৃষ্টি করবে। প্রতি পর্বে একটি নতুন কেস নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ চলবে যার মীমাংসা হবে বিচারকের সিদ্ধান্তের মাধ্যমে। এরকম কয়েকটি কেস হলো ‘মানুষ বনাম করোনা ভাইরাস’, ‘পুলিশ বনাম মুখোশ পরা জনগণ’, ‘অফিস বনাম পরিবার’।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
নতুন এই সিরিজ়টি সম্পর্কে পরমব্রত জানালেন, “পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন এই মুহূর্তে এর চেয়ে প্রাসঙ্গিক আর কিছু হয় না। এই কঠিন পরিস্থিতির মধ্যে মানুষকে সঠিক বিনোদন দেওয়ারও প্রয়োজন রয়েছে, সেটাই আমরা করতে চেয়েছি।”
প্রথমবার কোনও ওয়েব সিরিজ়ে কাজ করতে পেরে স্বভাবতই খুশি অঙ্কুশ। “এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমরা মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি,” বললেন তিনি। “যদিও কাজটা কঠিন তবুও বিশ্বাস রাখি যে ঘরে বসে এই সিরিজ়ের পর্বগুলোর মধ্যে দিয়েই দর্শক কোথাও হয়তো আশার আলো খুঁজে পাবেন। এই সিরিজ়ে আমার একটি সংলাপ আছে, ‘মানুষের যদি মানবাধিকার থাকে, ভাইরাসেরও তাহলে ভাইরাসাধিকার থাকা উচিৎ’।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
বড় পর্দার কাজ বন্ধ বলেই কি তাঁকে ওয়েব সিরিজ়ে দেখা যাচ্ছে? “ঠিক সেটা নয়”, বললেন অঙ্কুশ। “এটার কনসেপ্টটা খুব ভালো লাগল, সহঅভিনেতারাও দূর্দান্ত। যাদের তরফ থেকে প্রস্তাবটা এসেছিল তারাও আমার খুব কাছের মানুষ। তাছাড়া ঘরে বসেই যে কাজটা করা যাচ্ছে সেখানে আপত্তির কোনও কারণ ছিল না।”
শুভঙ্কর বললেন, “কোনওরকম সরঞ্জাম ছাড়াই এই কাজটা করা একটা বিরাট চ্যালেঞ্জ। বলা যায় এটাই আমার কেস জন্ডিস করার জন্য যথেষ্ট ছিল। তবে সকলের সহযোগিতায় ভালোভাবেই উৎরে গেছে কাজটা।”
আগামীকাল থেকে পাঁচটি পর্বের মাধ্যমে ‘কেস জন্ডিস’ করতে আসছেন পরমব্রত, অঙ্কুশ, অনির্বাণ। পরের পাঁচটি পর্ব মুক্তি পাবে ২২ মে।