ওয়েব সিরিজ়ে মহালয়া
RBN Web Desk: দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। প্রতি বছর ‘যা চণ্ডী মধুকৈটভাদি দৈত্যদলনী’ শ্লোক দিয়ে শুরু হওয়া আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’ শুনে বাঙালি দেবীপক্ষকে স্বাগত জানায়। টেলিভিশন মাধ্যম আসার পরে মহিষাসুরমর্দিনীর কাহিনি শ্রুতির পাশাপাশি ছবি হিসেবেও দেখেছে বাঙালি। যত নতুন-নতুন চ্যানেল এসেছে, প্রত্যেকেই নিজেদের মতো করে দেবী দুর্গা ও তাঁর সঙ্গে সম্পর্কিত পুরাণ-সংবলিত বহু কাহিনি দর্শকের কাছে তুলে ধরেছে।
সম্ভবত এই প্রথমবার সিরিজ়ের মাধ্যমে আসছে মহিষাসুরমর্দিনী। সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত সিরিজ ‘মহিষাসুর মর্দিনী’তে আদ্যাশক্তি মহামায়ার কাহিনি বর্ণিত হবে। বিন্ধ্যবাসিনী, দুর্গা ও মহিষাসুরমর্দিনীর মতো তাঁর বিভিন্ন অবতারকে দেখা যাবে এই সিরিজ়ে। ঘোড়াসুর ও মহিষাসুরকে দমন করবেন দেবী দুর্গা। পাশাপাশি দক্ষযজ্ঞের মতো ঘটনাকেও এই সিরিজের কাহিনির মধ্যে দেখা যাবে।
আরও পড়ুন: আবারও কুস্তি নিয়ে ছবিতে আমির খান?
শক্তি বিনা এ বিশ্বসংসার যে অচল, এই বার্তাই গোটা সিরিজ়জুড়ে দেওয়া হয়েছে। সমসাময়িক দর্শকের কাছে নারীশক্তির প্রভাবের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। এই সিরিজ়ে মহামায়ার ভূমিকায় রয়েছেন রাজনন্দিনী পাল (Rajnandini Paul)।
মহালয়ার দিনে অর্থাৎ ২ অক্টোবর থেকে হইচই ডিজিটাল মাধ্যমে সম্প্রচারিত হবে এই সিরিজ়।