সাইকোলজিক্যাল থ্রিলারে রূপাঞ্জনা, রজতাভ, সৌরভ
RBN Web Desk: শহরের একটি আবাসনে কর্মরত নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে উঠে আসে দুই মূল অভিযুক্ত সুরশা এবং রঞ্জনের নাম। বেঙ্গালুরুতে কর্মরত স্বামী, করোনা মহামারীতে আটকে পড়ায় একমাত্র মেয়েকে নিয়ে ওই আবাসনে থাকে বছর তিরিশের সুরশা। ওদিকে, দুর্ঘটনায় স্ত্রী এবং সন্তান হারা বছর চল্লিশের রঞ্জনও থাকে ওখানেই একটি ফ্ল্যাটে।
একটি মৃত্যু এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দুটি মানুষের দুরকম বর্ণনা নিয়েই ‘ইকির মিকির’-এর প্লট সাজিয়েছেন রাতুল মুখোপাধ্যায়। রহস্যমৃত্যুর কিনারা করতে গিয়ে উঠে আসে এমন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ব্যাধির কথা যা খুবই কম আলোচিত।
রাতুল মুখোপাধ্যায়
রাতুলের ‘ইকির মিকির’ মূলত সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি। ১০৪ মিনিটের এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রূপাঞ্জনা মিত্র ও রজতাভ দত্তকে। এক পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন সৌরভ দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবপ্রসাদ হালদার, অপ্রতিম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরীরা। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
সাইকোলজিক্যাল থ্রিলার যাঁদের পছন্দ, তাঁদের এই ছবি অবশ্যই ভালো লাগবে বলে মনে করেন রাতুল।
শীঘ্রই এক জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘ইকির মিকির’।