ভিড় সামলাতে মধ্যরাতের শো, বাংলাদেশে মেগাহিট ‘তুফান’
RBN Web Desk: এপার বাংলায় মুক্তি পাওয়ার আগেই বাংলাদেশে ব্লকবাস্টার হিট করল ‘তুফান’ (Toofan)। অন্তত পরিচালক রায়হান রাফির (Raihan Rafi) দাবি তেমনটাই। দুই বাংলার যৌথ উদ্যোগে, রায়হানের পরিচালনায় সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘তুফান’।
ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান (Shakib Khan), মাসুমা রহমান নাবিলা (Masuma Rahman Nabila) ও ভারতের মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকের মন জয় করেছে ছবিটি।
বাংলাদেশের এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রায়হান জানিয়েছেন, নামী মাল্টিপ্লেক্সে রেকর্ড ব্যবসা করছে ‘তুফান’। এমনকী ‘তুফান’-এর কারণে হলিউড ছবিকেও নামিয়ে দিতে হয়েছে। শুরুতে ২১টা শো পেলেও পরে তার সংখ্যা বেড়ে ক্রমে ৫৮তে পৌঁছেছে শুধুমাত্র ঢাকা শহরে। তিনি জানান ‘অ্যাভেঞ্জার’ (Avenger) ছবিটি চলাকালীনও এরকম বক্স অফিস সাফল্য দেখা যায়নি। পুরো বাংলাদেশ জুড়ে ১২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সিঙ্গল স্ক্রিন থিয়েটারেও অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন রায়হান।
আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই
ভিড় সামলাতে না পেরে বেশ কিছু প্রেক্ষাগৃহে বেশি রাতের শো রাখা হয়েছে যা বাংলাদেশে খুব একটা করা হয় না। রাত বারোটার শোয়েও ছবি দেখতে আসছেন প্রচুর মানুষ। তুফান নিয়ে এই উন্মাদনাকে রায়হান বলছেন বিস্ফোরণ বা তাণ্ডব। এর অন্যতম কারণ হিসেবে তিনি ছবিতে শাকিবের উপস্থিতিকে দেখছেন। একে ‘ব্লকবাস্টার হিট ছাড়িয়ে ইন্ডাস্ট্রি হিট’ বলে উল্লেখ করেছেন রায়হান।
ছবি মুক্তির আগেই মিমি এবং শাকিবের ‘উরা ধুরা’ গানটি প্রবল জনপ্রিয়তা পায়। কিছুদিন আগে ‘দুষ্টু কোকিল’ নামে আরও একটি গান মুক্তি পেয়েছে, সেটির হিটও লাফিয়ে বাড়ছে প্রতিদিন। এই গানেও মিমি এবং শাকিবকে দেখা গেছে। রায়হান জানালেন, ডাবিং শেষ করেই শাকিব বলেছিলেন এই ছবির সাফল্য নিয়ে তিনি নিশ্চিত। একমাত্র ‘তুফান ২’ পারবে এই ছবির রেকর্ড ভাঙতে, আশা রায়হানের।
২৮ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘তুফান’।