কেশব কাশ্মীরি হয়ে আসছেন নীল মুখোপাধ্যায়
RBN Web Desk: ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন নীল মুখোপাধ্যায়। জনপ্রিয় এই অভিনেতাকে বর্তমানে দেখা যাচ্ছে ‘দেবী চৌধুরানী’ ধারাবাহিকে।
‘মহাপ্রভু শ্রীচৈতন্য’র নামভূমিকায় অভিনয় করছেন শুভ রায়চৌধুরী। লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাচ্ছে নবনীতা মালাকারকে। নবনীতা এর আগে ‘পুণ্যি পুকুর’ ও ‘এই ছেলেটা ভেলভেলেটা’ ধারাবাহিকে অভিনয় করে দর্শক মহলে পরিচিত নাম হয়ে ওঠেন।
ভুয়ো বিয়ের খবরে রেগে আগুন স্বস্তিকা
‘মহাপ্রভু শ্রীচৈতন্য’তে কেশব কাশ্মীরির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নীলকে। কেশব কাশ্মীরি ছিলেন ষোড়শ শতকের এক নামকরা পণ্ডিত। নবদ্বীপে থাকাকালীন শ্রীচৈতন্য কেশব কাশ্মীরির দ্বারা প্রভাবিত হন এবং এই পণ্ডিতের থেকে তিনি বিদ্যালাভ করেন। নবদ্বীপে তর্কের আসরে একাধিকবার কেশব কাশ্মীরি ও শ্রীচৈতন্য মুখোমুখি হয়েছিলেন বলেও শোনা যায়।
নীল এর আগে ‘জল নূপুর’, ‘ইচ্ছনদী’ ও ‘সখী’ ধারাবাহিকে কাজ করেছেন।