টুটু সিংহ প্রয়াত
RBN Web Desk: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পরিচালক টুটু সিংহ। ‘রাজমহল’, ‘তৃষ্ণা’, ‘জগৎ জননী সারদা’, ‘সাধক বামাক্ষ্যাপা’র মতো ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। আজ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই খবর জানা যায়।
সারা দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ নিয়েছে। আজ প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের ৩,৪৩,১৪৪। একদিনে মারা গেছেন ৪,০০০ মানুষ।
আরও পড়ুন: সব প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয়েছিল, বিস্ফোরক অমিত কুমার
এই মুহূর্তে দেশে করোনা রোগীর সংখ্যা ৩৭,০৪,৮৯৩। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা মোট ২,৪০,৪৬,৮০৯। এমন পরিস্থিতিতেই চিন্তা বাড়াচ্ছে অক্সিজেন, বেড, ওষুধের আকাল।
বাংলা ছবি টেলিভিশন ধারাবাহিকে কর্মরত একাধিক শিল্পী ও কলাকুশলী করোনায় আক্রান্ত হয়েছেন। সন্ধ্যা রায়ের মতো বহু বর্ষীয়ান শিল্পী এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।