৫০ দিন পেরোল ‘এটা আমাদের গল্প’, আরও চারটি ছবির ঘোষণা
কলকাতা: বর্ষা নামার দিনেই দক্ষিণ কলকাতার এক সান্ধ্য জমায়েতে হয়ে গেল মানসী সিংহ (Manasi Sinha) পরিচালিত ‘এটা আমাদের গল্প’ (Eta Amader Golpo) ছবির ৫০ দিন পূর্তির উদযাপন। ২৬ এপ্রিল মুক্তি পেয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chattopadhyay) ও অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) অভিনীত ছবিটি। দু’মাসের কাছাকাছি সময়ে এসে গতকাল ছবির নির্মাতারা আয়োজন করেছিলেন ৫০ দিন উদযাপনের সন্ধ্যা। অনুষ্ঠানে মানসী, শাশ্বত, অপরাজিতা ছাড়াও উপস্থিত ছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, সোহাগ সেন, বিশ্বনাথ বসু, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায় ও দেবপ্রতিম দাশগুপ্ত।
ছবির ৫০ দিন পূর্তির উদযাপন ছাড়াও নির্মাতাদের তরফে শুভঙ্কর মিত্র আরও চারটি ছবির ঘোষণা করলেন। প্রথমটি পরিচালক বাপ্পার হিন্দি ছবি ‘গিরগিট’। এটি একটি মনস্তাত্বিক থ্রিলার। অভিনয়ে থাকবেন দিব্যেন্দু ভট্টাচার্য, জয় সেনগুপ্ত, ঈপ্সিতা চক্রবর্তী সিংহ, পায়েল মুখোপাধ্যায়, ডোনা মুনশী ও কনীনিকা।
কয়েক বছর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল পরিচালক রাজা ঘোষের ছবি ‘চাবিওয়ালা’। অমৃতা চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, কৌশিক কর, ধৃতিমান চট্টোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায় অভিনীত ছবিটি কিছুদিনের মধ্যেই প্রযোজনা সংস্থার দায়িত্বে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই
বাপ্পার পরিচালনায় মুক্তি পাবে আরও একটি ছবি, ‘সারহা মিটস সাহির’। এক অন্যধারার ভালবাসার ছবি এটি। অভিনয়ে থাকবেন অনন্যা চট্টোপাধ্যায়, মানসী, সুজয়প্রসাদ, রিমি দেব ও রানা বসু ঠাকুর।
এছাড়াও মানসী তাঁর পরবর্তী ছবি, ‘৫ নম্বর স্বপ্নময় লেন’-এর আনুষ্ঠানিক ঘোষণা করলেন। এও এক সম্পর্কের গল্প। ছবিতে থাকবেন অপরাজিতা, খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অন্বেষা হাজরা ও সুমিত সমাদ্দার। থাকতে পারেন শাশ্বতও। তবে তা ক্রমশ প্রকাশ্য।
আরও পড়ুন: সবাইকে টেক্কা দিলেন দীপিকা?
নিজের প্রথম ছবির সাফল্য নিয়ে উচ্ছ্বসিত মানসী জানালেন, “এই টিমকে সঙ্গে না পেলে ‘এটা আমাদের গল্প’ কখনওই এত সাফল্য অর্জন করতে পারত না। আমি আমাদের টিমের প্রত্যেক সদস্য এবং দর্শকের কাছে কৃতজ্ঞ ছবিটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সকলের সহযোগিতায় আজ ছবির ৫৯ দিন চলছে। জানি না কতদূর যেতে পারব। আশা করব আরও কিছুদিন ছবিটা প্রেক্ষাগৃহে চলবে।”
মানসীর সঙ্গে আরও একটু যোগ করলেন শাশ্বত। “মাঝে পরিচালকদের একাংশ করুণ স্বরে বলেছিলেন বাংলা ছবির পাশে দাঁড়ান। ‘এটা আমাদের গল্প’ প্রমাণ করল বাংলা ছবি যদি দর্শকের পাশে দাঁড়ায়, দর্শক ঠিকই ছবি দেখতে প্রেক্ষাগৃহে আসবেন।”
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়