ফের মুক্তি পেল ‘ওম শান্তি ওম’
RBN Web Desk: কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ছবিটির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে সেটি এক সপ্তাহের জন্য প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনেন নির্মাতারা। প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে আবারও হাউজ়ফুল হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। এবার ফের মুক্তি পেল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘ওম শান্তি ওম’। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও কিরণ খের।
২০০৭ সালের ৯ নভেম্বর মুক্তি পেয়েছিল ফারহা খান পরিচালিত ‘ওম শান্তি ওম’। এই ছবির মাধ্যমেই হিন্দী ছবির জগতে পা রাখেন দীপিকা। বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি। নতুন প্রজন্মের কাছে বড়পর্দায় ‘ওম শান্তি ওম’ ম্যাজিক ফিরিয়ে আনতেই ছবিটিকে ফের প্রেক্ষাগৃহে আনা হলো। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই, ভোপাল, পাটনা, আহমেদাবাদ-সহ মোট ২০টি শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছবিটি।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
এদিকে ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত ‘পাঠান’। এই ছবিতেও তাঁকে দীপিকার সঙ্গে দেখা যাবে।