রোদ্দুর-মহুলের জীবনে আসছে মেঘলা
RBN Web Desk: ‘ফাগুন বউ’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন রূপসা চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র রোদ্দুর ও মহুলের ভূমিকায় রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। গত বছর মার্চে ‘ফাগুন বউ’-এর সম্প্রচার শুরু হয়। এখনও পর্যন্ত এই ধারাবাহিকটির চারশোরও বেশি পর্ব সম্প্রচার হয়েছে।
কি ভাবে এগোবে ‘ফাগুন বউ’-এর গল্প?
টেলিপাড়া সূত্রের খবর, এক নামী সঙ্গীত পরিচালক ও গায়িকা হিসেবে ‘ফাগুন বউ’-এ দেখা যাবে রূপসাকে। তাঁর অভিনীত চরিত্রটির নাম মেঘলা। রোদ্দুরকে নেপথ্য গায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবে মেঘলা। এই নিয়েই রোদ্দুর-মহুলের জীবনে শুরু হবে এক নতুন সংকট।
এতই ভয় যে দুটো খুনের হুমকি দিতে হল? প্রশ্ন অপর্ণার
ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সাপ্তাহিক টিআরপি তালিকায় বেশ ভালো স্থানেই আছে ‘ফাগুন বউ’। তবে আরও ভালো স্থান অধিকার করার লক্ষ্যে সব ধারাবাহিকের গল্পেই নতুন টুইস্ট আনা হয়।
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রূপসা। এর আগে তিনি ‘আরব্য রজনী’, ‘রাধা’, ‘ভানুমতীর খেল’ ও ‘সত্যমেব জয়তী’র মত জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
শীঘ্রই রোদ্দুর, মহুল ও মেঘলাকে নিয়ে ‘ফাগুন বউ’-এ শুরু হবে নতুন ট্র্যাক।