এখনই ফিরছে না সোনাদা: আবির
কলকাতা: বড় পর্দায় ইতিহাসবিদ সুবর্ণ সেন ওরফে সোনাদার শীঘ্রই ফেরত আসার কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিলেন এই চরিত্রের অভিনেতা আবির চট্টোপাধ্যায়। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গুপ্তধনের সন্ধানে’ মুক্তি পায় গত বছর। এ বছর ২৪ মে মুক্তি পেয়েছিল ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। দুটি ছবিতেই মুখ্য চরিত্র ছিলেন সোনাদা। এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী।
সম্প্রতি শহরে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে আবির জানালেন, “সোনাদা চরিত্রটি একেবারেই মৌলিক। ব্যোমকেশ বা ফেলুদার যেমন কাহিনী হিসেবে প্রকাশ পাওয়ার পর ছবি হয়েছে, সোনাদা তেমন নয়। তাই দর্শকদের মনে এই চরিত্রটি প্রতিষ্ঠা করার জন্য পরপর দু’বছরে দুটি ছবি তৈরী করা হয়।”
আরও পড়ুন: দুটি ভার্সনে মুক্তি পাবে ‘এল্ ডোরাডো’
উল্লেখ্য, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ এ বছরের অন্যতম সফল ছবি। এমন কী টেলিভিশনে দেখানোর পরও প্রেক্ষাগৃহে চলেছে এই ছবি।
“‘দুর্গেশগড়ের গুপ্তধন’ মুক্তির আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সিরিজ়ের তৃতীয় ছবিটা আমরা সময় নিয়ে করব,” জানালেন আবির। “সিরিজ়টা জনপ্রিয় হয়েছে বলে পরবর্তী ছবিটা তাড়াহুড়ো করে করতে গেলে দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হতে পারে। সেই প্রত্যাশার উপযুক্ত চিত্রনাট্য লিখতে সময় লাগবে। তাই এখনই ফিরছে না সোনাদা।”