‘খোকা’ নিয়ে সন্দিহান ছিলাম: ঋতব্রত
RBN Web Desk: কম বয়সের ‘খোকা’র চরিত্রে তাঁকে মানাবে কিনা, তাই নিয়ে সন্দিহান ছিলেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। সম্প্রতি বক্স অফিসে ৫০ দিন পূর্ণ করল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘দ্বিতীয় পুরুষ’। এই ছবিতে অল্পবয়সী ‘খোকা’র চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত।
“এরকম একটা চরিত্রে আদৌ আমাকে মানাবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ ছিল,” রেডিওবাংলানেট-কে বললেন ঋতব্রত। “আসলে এটা খুবই অথরব্যাকড একটা চরিত্র, আমি কতটা ফুটিয়ে তুলতে পারব সেই নিয়ে আমার চিন্তা ছিল। তবে দর্শকের প্রতিক্রিয়ায় বুঝেছি কাজটা ঠিকঠাকই করতে পেরেছি। এখন এই সাফল্যটা উপভোগ করছি।”
তাঁর আসল চেহারার সঙ্গে পর্দায় ‘খোকা’র বিস্তর ফারাক। কতটা শরীরচর্চা করতে হয়েছিল তাঁকে? “খাটতে হয়েছিল খুব। আমার স্বাভাবিক চেহারায় তো আর ওই চরিত্র করা যাবে না। শুধু মাথায় ছিল যে ‘খোকা’কে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। তাই ফিজ়িকটা বড়সড় লাগার প্রয়োজন ছিল। তবে আমি আর একটু কাটস চেয়েছিলাম, যদিও সেটা হয়ে ওঠেনি। এছাড়া খোকার ম্যানারিজ়মগুলো নিজেই তৈরি করে নিয়েছিলাম, যেভাবে থিয়েটারে করে থাকি,” জানালেন ঋতব্রত।
আরও পড়ুন: পঁচিশে ‘উনিশে এপ্রিল’
তবে এরকম চরিত্র আবার পেলে তিনি অবশ্যই করতে চাইবেন বলে জানালেন ঋতব্রত। “‘দ্বিতীয় পুরুষ’ আমার কাছে বরাবর খুব স্পেশ্যাল একটা ছবি হয়ে থাকবে। এরকম নৃশংস একটা চরিত্র করতে গেলে যে চ্যালেঞ্জটা নিতে হয় সেটা একজন অভিনেতার কাছে একটা অন্যরকম জার্নি। তাই এরকম চরিত্র যদি আবার পাই আমি সানন্দে রাজি হয়ে যাব,” জানালেন ঋতব্রত।
ছবি: প্রতিবেদক