নতুন ধারাবাহিকে খল চরিত্রে কাঞ্চনা
RBN Web Desk: খল চরিত্রে অভিনয় করতে চলেছেন কাঞ্চনা মৈত্র। এক বেসরকারী বাংলা বিনোদনমূলক চ্যানেলে আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ধারাবাহিক ‘সাঁঝের বাতি’। এই ধারাবাহিকেরই মুখ্য খল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। ‘সাঁঝের বাতি’র দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা সিংহরায় ও রেজওয়ান রব্বানি শেখ।
‘সাঁঝের বাতি’র কাহিনী আবর্তিত হয় আর্যমন (রেজওয়ান) ও চারুকে (দেবচন্দ্রিমা) ঘিরে। আর্যমন একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্বেও যথেষ্ট দায়িত্ববান ও স্বাবলম্বী। তার পরিবারের সকলেই চায় এবার তার বিয়ে দিতে। অথচ তাকে বিয়ে করতে রাজি হয় না কেউ। এই সময় তার জীবনে আসে গ্রামের মেয়ে চারু। মা হারা মেয়ে চারু তার সৎ মা ঝুম্পা (কাঞ্চনা) ও সৎ বোনের দ্বারা অত্যাচারিত হয়। কিন্তু সে গ্রামের সকলের প্রিয়।
বিবাহ যখন বিভ্রাট হয়ে যায়
এর আগে ছোট পর্দায় বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চনা। এদের মধ্যে ‘সখী’, ‘তুমি রবে নীরবে’, ‘বেনে বউ’, ‘প্রেমের ফাঁদে’ ও ‘ভজগোবিন্দ’ অন্যতম।