সাইকো থ্রিলারের মোড়কে সুদেষ্ণা-অভিজিতের নতুন ছবি, মুক্তি পেল ট্রেলার
কলকাতা: প্রায় এক যুগ বাদে তিন বন্ধুর দেখা হওয়া ও দুদিনের ছুটিতে বেড়াতে যাওয়ার মধ্যে ঘটে যায় কিছু অস্বাভাবিক ঘটনা যার ব্যাখ্যা দেওয়া সোজা বুদ্ধিতে কঠিন। সাইকোলজিকাল থ্রিলারের মোড়কে আসছে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর নতুন ছবি ‘সামসারা’। এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, সমদর্শী দত্ত, তনুশ্রী চক্রবর্তী, দেবলীনা কুমার, অম্বরীশ ভট্টাচার্য ও আর্যা বন্দ্যোপাধ্যায়। গতকাল শহরে ‘সামসারা’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা।
ছবির এহেন নামকরণ কেন?
অভিজিৎ জানালেন, “‘সামসারা’ হল একটা জায়গায় নাম যেখানে এই তিন বন্ধু বেড়াতে যায়। সেই থেকেই ছবির নাম।”
তবে ‘সামসারা’ কোনও বাঁধাধরা থ্রিলার নয়, এমনটাই দাবী করলেন অভিজিৎ। “আজকাল যেসব থ্রিলার হচ্ছে তার বেশিরভাগই গোয়েন্দা গল্প। এখানে হুডানইট এর কোনও ব্যাপারই নেই। কেউ কিছুই করেনি, অন্তত করলেও সেটা আমরা জানব না, এরকম ছবি খুব একটা হয় না। আমাদের ছবিতে আসল থ্রিলিং এলিমেন্ট হল নিজের ভেতর। সবকিছু তো আর কোর্ট বা পুলিশের কাছে গিয়ে বিচার করা যায় না। সেই বিচারটা নিজের মধ্যে চলতে থাকে। তাই নিয়েই এই ছবি,” বললেন অভিজিৎ।
রক্তবরণ মুগ্ধকরণ
সুদেষ্ণা জানালেন, “‘সামসারা’ মানে হল একটা জার্নি। সেই জার্নিটা কেন এবং কেমন সেটাই দেখা যাবে এই ছবিতে। এটা একেবারে নিজের মধ্যে চলা বিবেকবোধকে নিয়ে একটা থ্রিলার। বাস্তব জীবনে আমরা কেউই নিজের সম্পর্কে পুরো সত্যি কথা বলি না। পরবর্তী কোনও এক সময় হয়ত সেটা বেরিয়ে আসে। সেই টানাপোড়েনটা চলতে থাকে নিজের ভেতর।”
ছবির ট্রেলারে দেখা যায় তিন বন্ধু অতনু (ঋত্বিক), চন্দন (রাহুল) ও বিক্রমের (ইন্দ্রজিৎ) বহুদিন পর দেখা হয়। তারা ঠিক করে দুদিনের জন্য একসঙ্গে কোথাও বেড়াতে যাবে। ‘সামসারা’ নামের কোনও এক অচেনা জায়গায় গিয়ে তাদের আলাপ হয় ট্যুর গাইড অনিন্দ্যর (সমদর্শী) সঙ্গে। সেখানে রিসর্টের কুক ও কেয়ারটেকারকে (সুদীপ্তা) দেখে হঠাৎই অস্থির ও ভীত হয়ে ওঠে চন্দন। এদের সঙ্গে আরও কয়েকটি চরিত্র এসে হাজির হয় ‘সামসারা’য়, ঘনীভূত হয় রহস্য।
শব্দ যখন ছবি আঁকে
‘সামসারা’র শ্যুটিং হয়েছে মেঘালয়ের বিভিন্ন জায়গায়। তবে অভিজিৎ জানালেন যে ছবিতে এই জায়গার কোনও চেনা নাম থাকছে না। এটা পৃথিবীর যে কোনও প্রান্তে হতে পারে।
এই ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবিতে দুটো গান থাকছে বলে জানালেন সুদেষ্ণা। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে একটি গান গেয়েছেন রূপঙ্কর বাগচী। অন্য গানটিতে সুর ও কন্ঠ দিয়েছেন জ়ুবিন গর্গ, কথা সুমিত আচার্যর। ছবির আবহ সঙ্গীতের দায়িত্বে থাকছেন নবারুণ বোস।
জুলাইয়ের শেষে মুক্তি পেতে চলেছে ‘সামসারা’।
ছবি: অর্ক গোস্বামী