সুনীল দত্তের পথে রাশেদ
RBN Web Desk: ১৯৬৪ সালে মুক্তি পেয়েছিল সুনীল দত্ত পরিচালিত ‘ইয়াদেঁ’। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটাই প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি যেখানে শুধুমাত্র একজন অভিনেতা ছিলেন, সুনীল নিজে। এবার ঠিক সেটাই হতে চলেছে বাংলা ছবিতে। সত্যজিৎ দাসের পরবর্তী ছবি ‘সূচনা’-তে অভিনয় করতে চলেছেন রাশেদ রহমান। আন্দাজ দু’ঘন্টার এই ছবিতে একটিমাত্র চরিত্রকেই পর্দায় দেখা যাবে। সেই চরিত্রে থাকছেন রাশেদ।
‘সূচনা’র গল্পটা কী নিয়ে?
ছবির নায়ক এক মধ্যবিত্ত মানুষ। একটা ইন্টারভিউ দেওয়ার জন্য সে এক সমুদ্র তীরবর্তী হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। সেই হোটেলে পৌঁছনোর পর যে সব অদ্ভুত ঘটনা তার জীবনে ঘটতে থাকে, তা পরপর সাজিয়েই তৈরি হয়েছে এই ছবি।
আড়ও পড়ুন: টেলিভিশন ধারাবাহিকে রূপঙ্কর?
সত্যজিতের ছবিতে এর আগেও কাজ করেছেন রাশেদ। পরিচালকের ‘পেইন্টিং ইন দ্য ডার্ক’ ছবিতে এক দৃষ্টিহীন চিত্রকরের ভূমিকায় অভিনয় করেছিলেন রাশেদ।
শীতে মুক্তি পেতে চলেছে ‘সূচনা’।