ঋত্বিক ঘটকের ভূমিকায় শিলাজিৎ
RBN Web Desk: এর আগে বিশিষ্ট পরিচালক ঋত্বিক ঘটকের আদলে তৈরি একটি চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেঘে ঢাকা তারা’ নামের সেই ছবির পরিচালক ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। শাশ্বত অভিনীত চরিত্রটির নাম ছিল নীলকণ্ঠ বাগচি।
এবার সরাসরি ঋত্বিক ঘটকের বায়োপিক আসছে বড়পর্দায়। শুভঙ্কর ভৌমিকের পরিচালনায় ‘অলখ্যে ঋত্বিক’ ছবির নামভূমিকায় অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার। মূলত সঙ্গীতশিল্পী হলেও, ঋতুপর্ণ ঘোষ, সন্দীপ রায়, সৃজিত মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তীর মতো পরিচালকদের ছবিতে কাজ করেছেন শিলাজিৎ।
আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার
‘অলখ্যে ঋত্বিক’-এ সুরমা ঘটকের চরিত্রে থাকছেন পায়েল সরকার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সম্রাট মুখোপাধ্যায়, শিবাজি দাশগুপ্ত ও বাসুদেব মুখোপাধ্যায়।
ছবিতে ঋত্বিকের ৩৫ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত কর্মকাণ্ড দেখানো হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার কিছু অংশে ছবির শুটিং শুরু হয়েছে।