বড় পরিচালকরা আমাকে ডাকেন না: অরিন্দম
RBN Web Desk: তিনি বাঙালির সাদা কালো যুগের অন্যতম প্রিয় চরিত্র ‘হংসরাজ’। পরে ছোটপর্দায় ‘সেই সময়’ ধারাবাহিকে ছোটকুর চরিত্রেও মনে রাখার মতো অভিনয় করেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে মঞ্চে ও ছোটপর্দায় অসংখ্য কাজ করলেও বড় পরিচালকরা তাঁকে কখনওই ডাকেন না বলে জানালেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজ়ে তাঁকে অভিনয় করতে দেখা গেছে অরুণেন্দ্র চৌধুরীর ভূমিকায়।
কেমন লাগল নেগেটিভ চরিত্রে অভিনয় করে? উত্তরে অরিন্দম রেডিওবাংলানেট-কে জানালেন, “সেদিন আমার ছেলের সঙ্গে একটা কাজ করছিলাম একটি পোস্ট-প্রোডাকশন স্টুডিওতে। তখন সৃজিত ফোন করে জিজ্ঞাসা করল আমি অরুণেন্দ্র চরিত্রটা করব কিনা। সানন্দে রাজি হয়েছিলাম। আগে রাজা সেনের একটা ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। এছাড়াও টুকটাক কিছু এই ধরনের চরিত্র করেছি। তবে একেবারে ফেলুদার ভিলেন হয়ে যাব এটা সত্যি কোনওদিন আশা করিনি। তবে কিছু একটা হয়ে যে ফেলুদার সঙ্গে যুক্ত হতে পারলাম এটা সত্যিই অনেক বড় পাওয়া। সৃজিতের সঙ্গে কাজ করতে পারাটাও নিঃসন্দেহে খুব ভালো অভিজ্ঞতা।”
আরও পড়ুন: আবারও বাংলায় জনপ্রিয় হিন্দি মেগাধারাবাহিক
বড়পর্দায় তাঁকে কমই দেখা যায়। বরং মঞ্চ বা ধারাবাহিকে তাঁর উপস্থিতি অনেক বেশি। এর কারণ কী? “কেউ আমাকে ডাকে না, ক্ষোভের সঙ্গে জানালেন অরিন্দম। “এত বছর ধরে মঞ্চে বা টেলিভিশনে এতরকম চরিত্র করেছি অথচ বড় পরিচালকদের থেকে কখনওই ডাক পাই না। কেন সেটা তারাই বলতে পারবেন। সেই নব্বইয়ের দশকে অপর্ণা সেনের ‘সতী’ ছবিতে কাজ করেছিলাম। আর এই এতদিন পর সৃজিত ডাকল। আমাকে যে এরকম একটা চরিত্রে মানাতে পারে সেটা কেউ কখনও ভাবেননি।”