সৃজিতের ওয়েব সিরিজ়ে খলচরিত্রে দেবরাজ
RBN Web Desk: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ‘দুর্গরহস্য’ উপন্যাস অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ়ে মূল খলচরিত্রে অভিনয় করতে চলেছেন দেবরাজ ভট্টাচার্য। ব্যোমকেশ বক্সীর চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। ‘ব্যোমকেশ’ সিরিজ়ের শুরু থেকে নামভূমিকায় অভিনয় করে আসছেন অনির্বাণ।
এর আগে অনির্বাণের পরিচালনায় ‘বল্লভপুরের রূপকথা’য় দেবরাজের অভিনয় প্রশংসিত হয়েছিল। ছবিতে সঞ্জীবের ভূমিকায় দেখা গেছে তাঁকে। এই ছবির সঙ্গীত পরিচালনাও করেছিলেন তিনি।
‘দুর্গরহস্য’-এ হরিপ্রিয়ার স্বামী মণিলালের চরিত্রে থাকছেন দেবারজ।
আরও পড়ুন: ফিরছে মধুমিতা-অপরাজিতা জুটি
‘চিড়িয়াখানা’ অবলম্বনে সুদিপ্ত রায় পরিচালিত ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’-এ অজিতের ভূমিকায় রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়। তবে ‘দুর্গরহস্য’-এ পাল্টে যাচ্ছে অজিত। রাহুল বন্দোপাধ্যায়কে আবার দেখা যাবে এই চরিত্রে। ২০১৮ সালে বড়পর্দায় অরিন্দম শীলের পরিচালনায় ‘ব্যোমকেশ গোত্র’ ছবিতে অজিতের ভূমিকায় অভিনয় করেছিলেন রাহুল।
ছবি: প্রতিবেদক