বিস্ফোরক অভিযোগ স্বস্তিকার, জানালেন পুলিশকেও
RBN Web Desk: তাঁর পরবর্তী ছবি ‘শিবপুর’-এর প্রযোজক সন্দীপ সরকার ও অজন্তা সিংহ রায়ের বিরুদ্ধ বিস্ফোরক অভিযোগ আনলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় এই ছবির মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা ও পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটির শুটিং হয় ২০২২ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে।
স্বস্তিকার অভিযোগ, “গত একমাস ধরে সন্দীপ আমাকে ও আমার ম্যানেজার সৃষ্টি জৈনকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করারও হুমকি দিয়েছেন তিনি। এমনকি আমার নামে বেশ কিছু অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবেন বলেও শাসিয়েছেন সন্দীপ। অরিন্দমকেও নানাভাবে হুমকি দিচ্ছেন তিনি।”
আরও পড়ুন: টেলিভিশনে ফিরছেন শুভাশিস
স্বস্তিকাকে করা সন্দীপের বিভিন্ন ইমেল সংবাদমাধ্যমকে পাঠিয়েছেন অভিনেত্রী। সন্দীপের অভিযোগ, ছবির প্রচারের জন্য স্বস্তিকা পারিশ্রমিক নিলেও এখন তিনি পিছিয়ে যাচ্ছেন। চুক্তি অনুযায়ী এখন তিনি নিজেকে সরিয়ে নিতে পারেন না বলে দাবি করেছেন সন্দীপ।
সন্দীপের অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে স্বস্তিকা জানিয়েছেন, “ছবির প্রচার নিয়ে কোনও সুস্পষ্ট পরিকল্পনা আমাকে বা আমার ম্যানেজারকে জানানো হয়নি। চুক্তি অনুযায়ী আমি ছবির কাজ করেছি এবং তার জন্য পারিশ্রমিকও পেয়েছি। এই চুক্তির বাইরে কোনও টাকা আমি নিইনি। ২৩ বছর ধরে বাংলা ছবিতে কাজ করছি। কখনও আমার নামে চুক্তিভঙ্গের অভিযোগ ওঠেনি। এই প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘শিবপুর’। প্রথম কাজের ক্ষেত্রেই অভিনেত্রী এবং পরিচালকের প্রতি তাঁদের মনোভাব স্পষ্ট করে দিচ্ছে তাঁরা পেশাদার প্রযোজক নন।”
আরও পড়ুন: ৩৪ বছর পর একসঙ্গে ‘রামায়ণ’ জুটি
বিষয়টি সংবাদমাধ্যমের নজরে এনে প্রতিকার চেয়েছেন স্বস্তিকা। ‘শিবপুর’-এর প্রচার সংক্রান্ত কোনও কাজেই আর কোনওভাবে জড়িত থাকবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
গল্ফ গ্রিন থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন স্বস্তিকা। পাশাপাশি চুক্তির সমস্ত কাগজ এবং ইমেলের স্ক্যান করা কপি ইম্পা ও আর্টিস্টস ফোরামে জমা দিয়েছেন তিনি।
ছবি: RBN আর্কাইভ