সৃজিতের সিরিজ়ে রসিকা দুগ্গল
RBN Web Desk: শার্লক হোমসকে নিয়ে হিন্দিতে ওয়েব সিরিজ় তৈরি হচ্ছে এ খবর আগেই জানা গিয়েছিল। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজ়ে শার্লকের ভারতীয় নাম রাখা হয়েছে শেখর হোম। ডঃ জন ওয়াটসন এখানে অত্রি সেন। দুটি চরিত্রে যথাক্রমে কেকে মেনন ও রণবীর শোরেকে দেখা যাবে।
হোমসের গল্পের একমাত্র নারী চরিত্র যে শার্লককে কিছুটা টেক্কা দিতে পেরেছিল সে রহস্যময়ী আইরিন অ্যাডলার। সেই চরিত্রে সিরিজ়ে অভিনয় করবেন রসিকা দুগ্গল। ‘মির্জ়াপুর’ ও ‘দিল্লি ক্রাইম’-এর মতো সিরিজ়ে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন রসিকা।
আরও পড়ুন: “গল্প যখন এক, প্রতিযোগিতা থাকবেই”
হোমস কাহিনির গুরুত্বপূর্ণ চরিত্র, শার্লকের দাদা মাইক্রফট হোমসের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। অন্যদিকে মিসেস হাডসনের ভূমিকায় থাকবেন ঊষা উত্থুপ এবং ইন্সপেক্টর লেস্ট্রেদের ভূমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। তবে সৃজিতের সিরিজ়ে শার্লকের চিরপ্রতিদ্বন্দ্বী প্রফেসর মরিয়র্টির ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।
সিরিজ়ের মূল কাহিনি হোমস থেকে নেওয়া হলেও সৃজিত তাকে ভারতীয় ধাঁচে রূপ দিয়েছেন বলে জানা গেছে। শেখর এবং অত্রির নামের সঙ্গে গোটা সিরিজেই থাকবে বাঙালিয়ানার আভাসও। সিরিজ়ের শ্যুটিং হয়েছে কলকাতা এবং বোলপুরের বিভিন্ন লোকেশনে।