বিশেষ পর্ব নিয়ে আসছে ‘এখানে আকাশ নীল’
RBN Web Desk: করোনার প্রকোপে প্রায় দু’মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত সিনেমা ও মেগাসিরিয়ালের শুটিং। ১৭ মার্চ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া, আর্টিস্টস ফোরাম, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন ও প্রোডিউসার্স গিল্ডের এক যৌথ সভায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এরই মাঝে বেশ কিছু ধারাবাহিক নতুন পর্ব সম্প্রচার করেছে। লকডাউনের সমস্ত বিধি মেনে শিল্পীরা নিজেদের বাড়িতেই এই শুটিং করেছেন। সেই সব ধারাবাহিকের তালিকায় এবার যোগ হলো ‘এখানে আকাশ নীল’।
আরও পড়ুন: আসিফ আকবর, নচিকেতার কণ্ঠে মুক্তি পেল ‘কৃষকের ঈদ’
২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয় ‘এখানে আকাশ নীল’-এর সম্প্রচার। এর আগে ২০০৮-০৯ সালে একই নামের ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। সেই ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র উজান ও হিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন ঋষি কৌশিক ও অপরাজিতা ঘোষ দাস। এবারের ‘এখানে আকাশ নীল’-এ এই দুই চরিত্রে রয়েছেন শন বন্দ্যোপাধ্যায় এবং অনামিকা চক্রবর্তী।
‘এখানে আকাশ নীল’-এর বিশেষ এই পর্বের নাম রাখা হয়েছে ‘যখন নীরবে দূরে’। ১ জুন সম্প্রচারিত হবে এই পর্ব।
বিনোদন দুনিয়ার সব খবর পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল