দেখানো হলো বৈবাহিক ধর্ষণ সম্পর্কিত ছবি ‘ব্লটিং পেপার’
কলকাতা: ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশ বিদেশের নানা ছবির সঙ্গে বাংলা প্যানোরামায় এবার থাকছে বেশ কিছু নতুন ছবি। সেই বিভাগে প্রিমিয়র হলো পরিচালক সুদেষ্ণা গোস্বামীর স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ব্লটিং পেপার’-এর। তিরিশ মিনিটের এই ছবিতে অভিনয় করেছেন জুন মালিয়া ও কুশল চক্রবর্তী। গতকাল নন্দনে সাংবাদিকদের মুখোমুখি হলেন সুদেষ্ণা ও জুন।
এই ছবিতে জুন রয়েছেন মনোবিদ সোমদত্তা সেনের ভূমিকায়। যৌন নিপীড়িতদের মানসিক ট্রমা কাটাতে সাহায্য করেন সোমদত্তা। বৈবাহিক ধর্ষণের একাধিক ঘটনার কথা শুনতে-শুনতে এক সময় সোমদত্তার চোখ খুলে যায়।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
ছবি সম্পর্কে সুদেষ্ণা জানালেন, “‘ব্লটিং পেপার’-এর গল্প কাল্পনিক নয়। সব চরিত্রই আমাদের আশেপাশের সমাজ থেকে উঠে এসেছে। যেমন বৈবাহিক ধর্ষণ এখনও ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অপরাধ নয়। পুলিশ এই ব্যাপারে কোনও অভিযোগ নেয় না। এই ব্যাপারটা উঠে এসেছে আমার ছবিতে। কারণ মেয়েরাই এসব ক্ষেত্রে তেমন সোচ্চার হন না। বহু ক্ষেত্রে ঘটনাগুলো জানাও যায় না।”
২০১৯-এ হওয়া এক সমীক্ষা অনুযায়ী ভারতে প্রতি ১৬ মিনিটে একটি ধর্ষণ হয় বলে জানালেন সুদেষ্ণা। এর মধ্যে যেটুকু রিপোর্ট হয় সেটুকুই সকলে জানতে পারে। বৈবাহিক ধর্ষণ অধিকাংশ ক্ষেত্রে ঘরের বাইরে খুব একটা আসে না। মেয়েরা নিজেরাই লজ্জায় মুখ খোলেন না।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
তাঁর অভিনীত চরিত্র সম্পর্কে বলতে গিয়ে জুন জানালেন, “রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের মতো লেখকদের রচনায় বৈবাহিক ধর্ষণের কথা উঠে এসেছে। এছাড়াও বহু প্রাচীনকাল থেকেই এই ঘটনা ঘটে এসেছে যাকে অধিকাংশ ক্ষেত্রে মহিলারা নিরুপায় হয়ে মেনে নিয়েছেন। ২০২২-এ এসেও ছবিটা খুব একটা পাল্টায়নি। সোমদত্তার মতো চরিত্র আমি অনেক দেখেছি যারা বহু মানুষের সমস্যার সমাধান করলেও নিজের ক্ষেত্রে সেগুলোকে দেখেও দেখেন না। এই জায়গাতেই ছবির মূল বক্তব্যটা উঠে আসে।”
ছবিটি গতকাল ও আজ উৎসবে প্রদর্শিত হয়েছে।