বাংলা ধারাবাহিকে আসছেন সপ্তর্ষি মৌলিক
RBN Web Desk: বাংলা নাট্য জগতের পরিচিত মুখ সপ্তর্ষি মৌলিক এবার অভিনয় করতে চলেছেন মেগা-ধারাবাহিকে। নান্দীকার নাট্যগোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এই অভিনেতা এর আগে ‘ঠাকুরমার ঝুলি’ ধারাবাহিকে ‘শীত বসন্ত’ গল্পে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।
শ্রীময়ী ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার। এই ধারাবাহিকেই শ্রীময়ীর ছোট ছেলের ভূমিকায় দেখা যাবে সপ্তর্ষিকে।
পঁচিশে ‘উনিশে এপ্রিল’
সংবাদমাধ্যমকে সপ্তর্ষি জানালেন, নতুন এই ধারাবাহিকে কাজ করতে পেরে তিনি খুবই খুশি। চরিত্রটি একজন মিউজ়িশিয়নের যে বাড়ির বাকি সবার থেকে আলাদা। পরিবারিক সংকটে সে সব সময় তার মায়ের পাশে দাঁড়ায়। এই ধারাবাহিকের প্রোমো শ্যুট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, জানালেন সপ্তর্ষি।
টিভিতে অভিনয় ছাড়াও সপ্তর্ষির পরিচালনায় নান্দীকার-এর জন্মবার্ষিকী উপলক্ষ্য ২৯ জুন নতুন নাটক মঞ্চস্থ করতে চলেছে এই গোষ্ঠী। প্রফুল্ল রায়ের কাহিনী ‘মানুষ’ অবলম্বনে মঞ্চে আসছে এই নতুন নাটক।