চাকরি ছাড়ব শুনে অসন্তুষ্ট হয়েছিলেন বাবা-মা: বিক্রম
RBN Web Desk: পুরদস্তুর অভিনয় জীবন বেছে নেওয়ার জন্য তিনি চাকরি ছাড়বেন শুনে অসন্তুষ্ট হয়েছিলেন তাঁর বাবা-মা, এমনটাই বললেন বিক্রম চট্টোপাধ্যায়। বর্তমানে ফাগুন বউ ধারাবাহিকে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিক্রম বললেন, অনেকেই জানেন না, অভিনেতা হওয়ার আগে তিনি একটি বহুজাতিক ব্যাংকে কর্মরত ছিলেন। সেই নিশ্চত জীবন ছেড়ে অভিনেতা হবেন, এই কথা খুব একটা ভালোভাবে নেয়নি তাঁর পরিবার। তিন বছর সময় চেয়েছিলেন তিনি বাবা-মা’র কাছে এবং তাঁদের হতাশ করেননি বলেই তাঁর বিশ্বাস, দাবী করলেন এই অভিনেতা।
সম্পর্ক, সম্পর্কের জটিলতা ও তার সামাধান সূত্র খোঁজার প্রয়াস
সাত পাকে বাঁধা ধারাবাহিকে তাঁর অভিনয় জীবন শুরু করেন বিক্রম। এরপর কাজ করেছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে যার মধ্যে ইচ্ছে নদী অন্যতম। বড় পর্দায় কাজ করেছেন অজানা বাতাস, খোঁজ, এলার চার অধ্যায় ও সাহেব বিবি গোলাম-এর মত ছবিতে।