বামপন্থী ঝাণ্ডা কাঁধে দেব, গলা মেলালেন স্লোগানে
কলকাতা: পরনে মেরুন রঙের পাঞ্জাবি, কাঁধে ঝোলা ব্যাগ। বামপন্থী ঝাণ্ডা নিয়ে সরকার বিরোধী মিছিলের একেবারে সামনে তিনি। একদল তরুণ-তরুণীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনিতে কেঁপে উঠছে গোটা পাড়া। মিছিল একটু এগোতেই লোকজনের চোখ কপালে। আরে মিছিলের নেতৃত্বে যে দেব!
অভিনয়ের পাশাপাশি দেবের রাজনৈতিক কর্মসূচিও সকলেরই জানা। তিনি ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ। তা দেব হঠাৎ বিরোধী দলের মিছিলের নেতৃত্বে কেন? তাও আবার খোদ কালীঘাট অঞ্চলে? কিছুক্ষণ পরেই মিটল ধোঁয়াশা। তাঁর নতুন ছবির শ্যুটিং সারছিলেন দেব। পাশের একটি বাড়ির ছাদেই দেখা গেল রুক্মিণী মৈত্রকেও। মিছিলের মাঝে নায়িকার দিকে চোখ পড়তেই থেমে গেলেন নায়ক। ‘কাট’ বললেন পরিচালক। বোঝা গেল, বিরোধী দলের মিছিলের স্লোগানে কালীঘাট অঞ্চলে জনরব নেহাতই চিত্রনাট্যের স্বার্থে।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
কালীঘাট অঞ্চলে মহীম হালদার স্ট্রিট এলাকায় অজিত সাঁধুখার দোকানঘর ভাড়া নিয়ে গতকাল হয়ে গেল ‘কিশমিশ’ ছবির শ্যুটিং। কিছুক্ষণের জন্য দোকানীর ভূমিকায় দেখা গেল দেবকে। আর খদ্দের রুক্মিণী। সমস্ত কোভিড বিধি মেনে শুটিং হলেও দেব-রুক্মিণী জুটিকে দেখার উৎসাহে ভীড় জমালেন কালীঘাটবাসী।
কিছুদিন আগেই শুরু হয়েছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’-এর শ্যুটিং। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দেব এবং রুক্মিণী। রোমান্টিক-কমেডি ধাঁচের এই ছবিতে তিনটি ভিন্ন অবতারে দেখা যাবে দেবকে। এর আগে একদিন কালীঘাটের হরিশ মুখার্জী রোডের কাছেও এই ছবির শ্যুটিং হয়েছিল।
দেব এবং রুক্মিণী ছাড়াও ‘কিশমিশ’-এ অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায় ও জুন মাল্য। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। এই ছবির ক্যামেরার পিছনে থাকছে একঝাঁক নতুন মুখ। ছবির সঙ্গীত পরিচালনা করছেন নীল চট্টোপাধ্যায়।
ছবি: সন্তু দে