‘বেঙ্গল চ্যাপ্টার’-এ শাশ্বত চট্টোপাধ্যায়

RBN Web Desk: এবার বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবিতে অভিনয় করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। গতমাসে বিবেক তাঁর ‘দ্য দিল্লি ফাইলস’ (The Delhi Files) ছবিটির ঘোষণা করেন। এর আগে বিবেক তৈরি করেছেন ‘দ্য তাসখন্ত ফাইলস’ (The Tashkent Files) ও ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। ‘দ্য দিল্লি ফাইলস’ তাঁর এই ট্রিলজিকে সম্পূর্ণ করবে।

চিত্রনাট্য অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে ছবিটিকে দু’ভাগে ভাগ করে পরিচালনা করবেন বলে জানিয়েছেন বিবেক। প্রথমভাগে থাকবে ‘বেঙ্গল চ্যাপ্টার’ (Bengal Chapter)। এই পর্বেই দেখা যাবে শাশ্বতকে। এছাড়াও ছবিতে থাকবেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), পল্লবী জোশি (Pallavi Joshi), গোবিন্দ নামদেও (Govind Namdev) ও পুনিত ইসার (Puneet Issar)। 

এদিকে এ মাসেই মুক্তি পেতে চলেছে শাশ্বত অভিনীত ‘যমালয়ে জীবন্ত ভানু’ ছবিটি। ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত। কয়েকমাস আগেই দক্ষিণের ‘কল্কি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। মুম্বই বা দক্ষিণী ছবিতে ইদানিং অনেকটাই সময় দিচ্ছেন অভিনেতা। তবে এ বছর বাংলা ছবি ‘এটা আমাদের গল্প’ বা ‘কাঁটায় কাঁটায়’ সিরিজ়েও অভিনয় করেছেন তিনি। 

আরও পড়ুন: জিৎই ছিলেন প্রথম পছন্দ, জানালেন সৃজিত

বিবেক জানিয়েছেন, তাঁর ছবিটির নাম হতে পারত বেঙ্গল ফাইলস কারণ স্বাধীনতার আগে বাংলার রাজনীতি এবং দিল্লিতে তার প্রভাব, এই ছবির একটা বড় অংশ। কিন্তু যেহেতু দিল্লি এ দেশের ক্ষমতার কেন্দ্রে, তাই ‘দ্য দিল্লি ফাইলস’ নাম দিয়েই ছবিটি করার সিদ্ধান্ত নেন তিনি। তবে প্রথম ভাগে তৎকালীন বাংলার রাজনীতির গল্প উঠে আসবে। ১৯৪৬-এ ঘটে যাওয়া নোয়াখালির দাঙ্গার ঘটনাই এই ছবির মূল বিষয়বস্তু হতে চলেছে বলে জানা গিয়েছে। ১৯৪৬-এর আগষ্ট মাসে ঘটে যাওয়া কলকাতা হত্যাকাণ্ডের (Great Calcutta Killing) ফলস্বরূপ সে বছরের অক্টোবর-নভেম্বর মাসে নোয়াখালী ও ত্রিপুরায় সাম্প্রদায়িক দাঙ্গা ভয়াবহ রূপ ধারণ করেছিল। সেই ঘটনাই থাকবে বিবেকের ছবিতে।

এই ছবিতে তাঁকে খলচরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন শাশ্বত।

২০২৫ এর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *