মেহতাব হোসেনের বায়োপিক
কলকাতা: দেশের হয়ে ৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। প্রায় দু’দশক দীর্ঘ খেলোয়াড় জীবনে ছ’টি ক্লাবের হয়েও চারশোর বেশিবার নেমেছেন মাঠে। সাম্প্রতিককালের অন্যতম সেরা ভারতীয় মিডফিল্ডার হিসেবে গণ্য করা হয় তাঁকে। কলকাতার মাঠে দাপিয়ে খেলা সেই মেহতাব হোসেনের বায়োপিক এবার আসছে বড়পর্দায়। পরিচালনায় বাপ্পা।
২০০৭ থেকে ২০১৭, টানা ১১ বছর ইস্টবেঙ্গলে খেলেছেন মেহতাব। সেই ক্লাবের তাঁবুতেই গতকাল ‘মেহতাব’-এর আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক। উপস্থিত ছিলেন মেহতাবের দুই প্রাক্তন সতীর্থ রহিম নবি ও দীপঙ্কর রায়। ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।
আরও পড়ুন: উচ্চাকাঙ্ক্ষী কর্পোরেট কর্ত্রীর চরিত্রে পাওলি
বায়োপিক নিয়ে স্বভাবতই উত্তেজিত মেহতাব। “আমার জীবন নিয়ে লেখা বইটি পড়ে বাপ্পা ছবি করতে উৎসাহিত হয়। আশা করি ছবিটা ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারবে।”
তবে বর্তমানে জাতীয় দলে কোনও বাঙালি ফুটবলার না থাকায় আক্ষেপ প্রকাশ করলেন একসময়ে ইস্টবেঙ্গলের ১৪ নম্বর জার্সিধারী।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
বাপ্পা জানালেন, “ছোটবেলায় নিজে ফুটবল খেলতাম। ছবি পরিচালনায় আসার পর মেহতাবদাকে নিয়ে লেখা বইটি পড়ি। তখনই ওঁকে প্রস্তাব দিই।”
তবে নামভূমিকায় কে অভিনয় করবেন, বা মেহতাবকে ছবিতে দেখা যাবে কিনা, তা এখনও পর্যন্ত ঠিক হয়নি।
ইস্টবেঙ্গল ছাড়াও কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর ফুটবল ক্লাব ও দু’ দফায় মোহনবাগানে খেলেছেন মেহতাব।