জিৎই ছিলেন প্রথম পছন্দ, জানালেন সৃজিত
RBN Web Desk: হানি আলকাদি চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraeil Sengupta) নন, জিৎই ছিলেন প্রথম পছন্দ, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সুনীল গঙ্গোপাধ্যায়ের একই নামের কাহিনি অবলম্বনে সৃজিত পরিচালিত সন্তু-কাকাবাবু সিরিজ়ের ছবি ‘মিশর রহস্য’ (Mishawr Rawhoshyo) মুক্তি পায় ২০১৩ সালে। সেই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হানি আলকাদির ভূমিকায় অভিনয় করেন ইন্দ্রনীল।
সৃজিত জানিয়েছেন, ‘মিশর রহস্য’-এর চিত্রনাট্য তিনি জিৎকে পাঠিয়েছিলেন। এও বলেছিলেন, মিশরের গলাবিয়া বা কাফতানে জিৎকে ভালো মানাবে। কিন্তু হানি আলকাদি ‘মিশর রহস্য’-এর কেন্দ্রীয় চরিত্র না হওয়ার কারণে জিৎ ছবিতে অভিনয় করতে রাজি হননি। এর আগে সৃজিতের ‘হেমলক সোসাইটি’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে একটি দৃশ্যে কাজ করেছিলেন জিৎ।
আরও পড়ুন: সলমন খানের জন্য ৬০ নিরাপত্তারক্ষী
হানি আলকাদি চরিত্রে ইন্দ্রনীলের অভিনয় প্রশংসিত হয়। ছবিতে কাকাববাবুর চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সন্তুর ভূমিকায় ছিলেন আরিয়ান ভৌমিক।
ছবি: RBN আর্কাইভ