‘মন্দার’ টেমপ্লেটেই ভরসা রাখছে নতুন রোমিও-জুলিয়েট

RBN Web Desk: সেবার ছিল সমুদ্র, এবার তেরাই। সেবার ছিল কাল্পনিক গ্রাম গেইলপুর, এবার তালমা। দুটি সিরিজ়েরই মূল নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র। দুটি সিরিজ়েই একাধিক নতুন মুখ। গতকাল মুক্তি পেল অর্পণ গড়াই পরিচালিত ওয়েব সিরিজ় ‘তালমার রোমিও জুলিয়েট’-এর ট্রেলার। আর তাতেই অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘মন্দার’-এর প্রভাব স্পষ্ট। হওয়ার কারণও আছে। অনির্বাণ ‘তালমার রোমিও জুলিয়েট’-এর সৃজনশীল পরিচালক।

ঠিক তিন বছর আগে মুক্তি পেয়েছিল শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মন্দার’ (Mandaar)। বিপুল জনপ্রিয় হয়েছিল সিরিজ়টি। পেয়েছিল সমালোচকদের প্রশংসাও। কতকটা সেই একই টেমপ্লেটে তৈরি হয়েছে বাংলায় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর নবতম সংস্করণ ‘তালমার রোমিও জুলিয়েট’ (Talmar Romeo Juliet)

আরও পড়ুন: প্রশংসা করেছেন প্রবাসী বাঙালিরা, দাবি চিরঞ্জিতের

উত্তরবঙ্গে তেরাই অঞ্চলের আধাশহর তালমা। সেখানকার দুই বাসিন্দা রানা মজুমদার ও জাহানারা। দুই পরিবার একে অপরের চিরশত্রু। স্বাভাবিক কারণেই রানা-জাহানারার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠলে কোনও পরিবারই মেনে নেবে না। আর হলোও তাই। তবে পারিবারিক অশান্তি ছাড়াও এই কাহিনিতে যোগ হয়েছে বিশ্বাসঘাতকতা ও মনোভঙ্গের স্তর।

সিরিজ়ে রানা ও জাহানারার চরিত্রে অভিনয় করেছেন দুই নবাগত দেবদত্ত রাহা ও হিয়া রায়। তাঁদের পাশাপাশি রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে ও অনুজয় চট্টোপাধ্যায়। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ। যেমন ছিলেন ‘মন্দার’-এ, যদিও মূল নাটকে সেই চরিত্রের কোনও অস্তিত্ব ছিল না।

Talmar Romeo Juliet

অনির্বাণ ভট্টাচার্য

অনির্বাণ জানালেন, “‘তালমার রোমিও জুলিয়েট’ শেক্সপিয়রের মূল নাটকের পুনর্কথন নয়। এতে পাশাপাশি এক চলে যাওয়া সময়ের নাটকীয়তা, ভালোবাসা এবং ভালোলাগাটাও ফুটিয়ে তোলা হয়েছে। রোমিও-জুলিয়েটের কাহিনিকে যে বাংলার সংস্কৃতির মোড়কে পেশ করা যায়, সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। হাজার হোক, ভালোবাসার জটিলতা ও ভালোবাসা পাওয়ার লড়াই তো চিরন্তন।”

সিরিজ়ের চিত্রনাট্য লিখেছেন দুর্বার শর্মা।

১৫ নভেম্বর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘তালমার রোমিও জুলিয়েট’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *