মাদ্রিদের ‘শিরোনাম’-এ শাশ্বতই শ্রেষ্ঠ
RBN Web Desk: মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত ‘শিরোনাম’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল ঘোষ। পরিচালক ঋতুপর্ণ ঘোষের ভাই ইন্দ্রনীলের এটি প্রথম ছবি হলেও ইতিমধ্যেই জাতীয় স্তরে স্থান করে নিয়েছে ‘শিরোনাম’। ঋতুপর্ণর একাধিক ছবির শিল্প নির্দেশনা করেছেন ইন্দ্রনীল।
মাদ্রিদ ছাড়াও এই বছর হায়দরাবাদ বাঙালি চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্রিমিয়র বিভাগে দেখানো হয়েছে ‘শিরোনাম’। এছাড়া লন্ডন ইন্টারন্যাশনাল মোশন পিকচারস অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছে এই ছবি। সম্প্রতি মুম্বইয়ের কলা সম্রুদ্ধী দ্বারাও পুরস্কৃত হয়েছে ‘শিরোনাম’।
এই ছবি মূল গল্প আবর্তিত হয়েছে ভুয়ো খবরকে কেন্দ্র করে। বর্তমানে ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণ করে চলেছে সমাজের স্বকীয় ভাবনা, বুদ্ধি, সামাজিক অবস্থান। কোনও খবর বা ঘটনার সত্যতা বিচার না করেই তা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে পাঠক মহলে। ফলত ক্ষতিগ্রস্ত হচ্ছেন আট থেকে আশি সবাই।
আরও পড়ুন: ‘ভিঞ্চিদা’র সাফল্য, পুজোর পরেই শুরু সৃজিতের নতুন থ্রিলার
শাশ্বত ছাড়াও এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত ও শান্তিলাল মুখোপাধ্যায়। ‘শিরোনাম’-এ স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকছেন যীশু ও স্বস্তিকা। ছবিতে যীশু একজন স্থির চিত্রগ্রাহক এবং স্বস্তিকা স্থপতি।
তবে কলকাতায় কবে মুক্তি পাবে ‘শিরোনাম’ সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।