ঝিনুক হয়ে ফিরছেন শর্মিষ্ঠা আচার্য
RBN Web Desk: গৌরিদান ধারাবাহিক দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু। তারপর রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম-এ এক দক্ষিণ ভারতীয়র চরিত্রে জনপ্রিয়তা। একটি ছবিতে অভিনয়ও করেন। কিন্তু তারপরেই কোথাও যেন হারিয়ে যান শর্মিষ্ঠা আচার্য । ইতিমধ্যে ছোট পর্দায় এসে গেছে অনেক নতুন মুখ। তাই প্রায় দেড় বছর পর টেলিভিশনে হারানো জমি ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছেন এই অভিনেত্রী।
ধরাবাহিকের নাম মখোশের আড়ালে, চরিত্রের নাম ঝিনুক। এক বেসরকারী চ্যানেলে নতুন এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে সেপ্টেম্বরে।
এতদিন কোথায় ছিলেন?
উত্তরে শর্মিষ্ঠা সংবাদমাধ্যমকে জানালেন, রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম-এর পর একটা ছোট বিরতি নেবেন সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। কিন্তু পারিবারিক এবং ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এই বিরতি বেশ দীর্ঘ হয়ে যায়। সেই সবকিছুর থেকে বেড়িয়ে আসার জন্য আবার টেলিভিশনে ফিরছেন তিনি, জানালেন শর্মিষ্ঠা।
তাশি গাঁওয়ে একদিন
মখোশের আড়ালে ধারাবাহিকে ঝিনুক এক সাধারণ মেয়ে। সে সেনা অফিসার হতে চায় তার দাদার মতো। কিন্তু দাদার আকস্মিক মৃত্যু নাড়িয়ে দেয় গোটা পরিবারকে, বিশেষ করে তার বাবাকে। তিনি চান না মেয়েও সেনাবাহিনীতে যোগ দিক। বাবাকে বুঝিয়ে কিভাবে ঝিনুক নিজের স্বপ্নপূরণ করে, তাই নিয়েই এই ধারাবাহিকের গল্প। অনেক ভেকধারী চরিত্র থাকছে এই ধারাবাহিকে যাদের মুখোশ খুলে দেবে ঝিনুক।
শব্দ যখন ছবি আঁকে
নিজের জীবেনর সাথেও বেশ মিল আছে তার অভিনীত চরিত্রটির, জানালেন শর্মিষ্ঠা। তাঁর দাদু সেনাবাহিনীতে ছিলেন এবং ছোটবেলায় একটা সময় তিনি দাদু-দিদার কাছেই মানুষ। তাই ঝিনুকের চরিত্রে অভিনয় করার অফারটা যখন তিনি পান, তখন দিদাকেই সবার আগে জানান, বললেন শর্মিষ্ঠা।
ছবি: এই সময়