সব চরিত্র ক্রিমিনাল

RBN Web Desk: প্রতিটি চলচ্চিত্র নির্মাণের পেছনেই কোনও এক প্রযোজনা সংস্থার অর্থলগ্নি থাকে। কিন্তু তার বাইরে কি ছবি হয় না? অবশ্যই হয়! বহু চলচ্চিত্রপাগল মানুষই স্বাধীনভাবে ছবি তৈরি করে। কিন্তু বাংলা সিনেমার জগতে এ নিদর্শন খুবই অমিল। বাংলায় স্বাধীনভাবে নির্মিত ছবির নাম করতে গেলে রীতিমতো কড় গুনতে হবে। তবে সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নতুন ছবি ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ (The Academy of Fine Arts)। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়ব্রত দাশ।

ফিল্ম ইনস্টিটিউটের কিছু বন্ধুকে নিয়ে নিজস্ব পুঁজি লাগিয়ে প্রায় তিন বছর ধরে এই ছবি তৈরি করেছেন জয়ব্রত। পুঁজি ফুরিয়ে গেলে বারবার কাজ বন্ধ হয়েছে। আবার পুঁজি জোগাড় করে কাজ শুরু করেছেন তাঁরা। “এই ছবির সঙ্গে যুক্ত সকল শিল্পী এবং আমার তিন বন্ধু অর্ণব লাহা, বাণীব্রত আদক ও মানব সাহাকে ছাড়া এই ছবি সম্পূর্ণ করা সম্ভব হতো না,” জানালেন জয়ব্রত।

ছবির কাহিনি কি নিয়ে?

কয়েকজন অপরাধী মিলে একটি দামী, দুষ্প্রাপ্য মদের বোতল চুরি করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা সফল করতে গিয়ে তারা নানা ঘটনার সম্মুখীন হয়। তার ফল হিসেবে বহু নতুন পরিকল্পনাও উঠে আসে। এই নিয়েই ছবির কাহিনি। পাল্প থ্রিলারের মোড়কে অ্যাকশন ও কমেডি ঘরানাকে একত্র করে লেখা হয়েছে চিত্রনাট্য।

Academy of fine Arts

সৌরভ (বাঁদিকে) ও রুদ্রনীল

ছবির নাম ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ কেন?

জয়ব্রত জানালেন, “এই ছবির প্রতিটি চরিত্র অপরাধী এবং তারা প্রত্যেকেই কিছু-না-কিছু নির্দিষ্ট অপরাধে দক্ষ। কেউ ভালো চুরি করতে পারে, কেউ তালা ভাঙতে ওস্তাদ, কেউ আবার পেশাদারভাবে মানুষ খুন করে। যেহেতু এই প্রত্যেকটি কাজই একেকটি শিল্প, এবং চরিত্রেরা সকেলই শিল্পী, তাই ছবির এহেন নামকরণ।”

আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েনে দেবাশিস, প্রিয়াঙ্কা, বিবৃতি, সোহম

ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, ঋষভ বসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায় ও অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে। ছবির চিত্রগ্রহণ করেছেন অর্ণব ও নবনীল সান্যাল। সম্পাদনার দায়িত্বে রয়েছেন আশিক সরকার। ছবি নির্মাণের শেষ পর্বে সৌম্য সরকার ও প্রতীক চক্রবর্তীর অবদান অসামান্য বলে জানান পরিচালক।

প্রতীক জানালেন, “বাংলায় পাল্প অ্যাকশন-কমেডি ছবি এর আগে খুব বেশি হয়নি। যাতে এরকম অন্যধারার ছবি আরও বেশি করে বাঙালি দর্শকদের কাছে পৌঁছতে পারে, সে জন্যই এদের পাশে এগিয়ে আসা।’

আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *