দুর্গা কে? প্রশ্ন স্বস্তিকার
RBN Web Desk: দুর্গাপুজো শুরু হতে আর এক সপ্তাহও দেরী নেই। চারদিকে তার প্রস্তুতি ঘিরে সাজো সাজো রব। এত আনন্দ, আলো, আশা আকাঙ্খার ভিড়, সবকিছু এক দেবীকে ঘিরে। দেবী দুর্গা। এক চিরকালীন মাতৃমূর্তি। কিন্তু কে এই দুর্গা? ঠাকুরদালান কিংবা মণ্ডপের বাইরে গিয়ে কখনও কি আমরা দুর্গাকে খোঁজার চেষ্টা করি? আমাদের চারপাশে যে নারীশক্তিকে আমরা প্রতিনিয়ত দেখতে পাই, তার মধ্যে কি আমরা দুর্গাকে খুঁজি কখনও?
এই ভাবনাকে বিষয় করে আলোকচিত্রী সৌরদীপ ঘোষ সম্প্রতি একটি ফটো ফিচার করেছেন যার নাম ‘দুর্গা কে?’ এই ফিচারে নারীশক্তির বিভিন্ন দিককে তুলে ধরেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নানান আঙ্গিকে স্বস্তিকার ছবির মাধ্যমে সমাজের কাছে প্রশ্ন তুলে ধরা হয়েছে যে মণ্ডপে দেবী মায়ের আরাধনা করলেও, সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নারীশক্তিকে কি আমরা তার যোগ্য মর্যাদা দিই? একটি শ্যামবর্ণা মেয়ে কি এখনও সমাজে তাঁর প্রাপ্য সম্মান পায়? যে মেয়েটিকে আট বছর বয়সে কুমারী পূজার সময় প্রণাম করি, বড় হলেই সে কেন স্বেচ্ছায় তার জীবনের পথ বেছে নিতে পারে না? কেন আজও বিয়ের নামে মেয়েদের গুণাবলীর তালিকা তৈরি করা হয়? আজও একটি দেহোপজীবিনী মেয়েকে সমাজ ঘৃণার চোখে দেখে, অথচ তাঁর দালানের মাটি ছাড়া দুর্গাপূজা অসম্ভব। সন্তানসম্ভবা নারীকে আমরা দুর্বল মনে করি, অথচ সে সবচেয়ে বেশী শক্তি ধরে বলেই আর একটি প্রাণকে পৃথিবীতে আনতে পারে। ঈশ্বররূপে অর্ধনারীশ্বরের পূজায় আমরা মেতে থাকি, কিন্তু পথেঘাটে পুরুষ দেহে নারীমনের মানুষগুলিকে দূরে সরিয়ে দিই কেন?
আরও পড়ুন: দেবতার গ্রাস
এই ‘কেন’গুলোর সম্ভবত কোনও উত্তর নেই। এই প্রশ্নের উত্তরই দিতে চেয়েছেন সৌরদীপ, তাঁর ক্যামেরা দিয়ে। স্বস্তিকার ছবির মাধ্যমে তিনি বলতে চেয়েছেন সমস্ত রূপেই নারী পবিত্রতা, শক্তি ও সৌন্দর্যের প্রতীক।
সৌরদীপের ক্যামেরায় নানান রূপে ধরা দেওয়া স্বস্তিকা জানালেন, “ছোট থেকেই আমি আমার নারীসত্ত্বাকে নিয়ে গর্বিত। আমার মাকেও দেখেছি নিজের সিদ্ধান্ত নিজে নিতে। সেই সিদ্ধান্ত ঠিক হোক বা ভুল, তাঁকে কখনও আফসোস করতে দেখিনি। তাঁর মেয়ে হয়ে আমি নিজে অনেক লড়াই করে আজ এই জায়গাটা তৈরী করেছি, যা সহজ ছিল না। আজ আমি সেই সমস্ত নারীদের মুখ হিসেবে এই ফিচারে রয়েছি, যেখানে আমি তাদের লড়াইয়ের কথা বলতে পারি। আমার মনে হয়েছে দুর্গাপুজো সবচেয়ে প্রশস্ত সময় এই বক্তব্যকে তুলে ধরার জন্য।”
সৌরদীপের ফটো ফিচারটি গতকাল তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বস্তিকা।
Durga Ke is a pictorial representation of society's hypocrisy that feeds on our perplexing minds, every hour of the day….
Gepostet von Swastika Mukherjee am Donnerstag, 26. September 2019