ফিরছে ইচ্ছে নদীর হিট জুটি
RBN Web Desk: আরেকবার টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে মেগা-ধারাবাহিক ইচ্ছে নদীর হিট জুটি বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। শীঘ্রই ফের একসাথে দেখা যাবে তাঁদের।
১৫ জুন ২০১৫-তে সম্প্রচার হয় ইচ্ছে নদী ধারাবাহিকটির প্রথম পর্ব। লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য এবং শৈবাল বন্দোপাধ্যায়ের পরিচালনায় সাংঘাতিক জনপ্রিয় হয় এই ধারাবাহিকটি। টানা দু’বছর চলে ২০১৭-এর মে মাসে শেষ হয় ইচ্ছে নদী। দুই প্রধান চরিত্র মেঘলা এবং অনুরাগের ভুমিকায় অভিনয় করে দর্শকমনে পাকাপাকি জায়গা করে নেন বিক্রম ও সোলাঙ্কি।
বিক্রম টেলিভিশনে ফিরেছেন ফাগুন বউ ধারাবাহিকের মাধ্যমে, যা গত বেশ কয়েক সপ্তাহ ধরে আরবান ১৫+ টিআরপি তালিকায় ভালো স্থানে রয়েছে। এই ধারাবাহিকেই এবার যোগ দিতে চলেছেন সোলাঙ্কি।
ফটো অ্যালবাম: পরমব্রতর নতুন ওয়েব সিরিজ় শরতে আজ
সূত্রের খবর, ফাগুন বউ-এর গল্পে আসছে নতুন মোড়। আর এই নতুন ট্র্যাকেই প্রবেশ করবেন সোলাঙ্কি, যদিও তাঁর অভিনীত চরিত্রটির নাম এখনও জানা যায়নি। এই ট্র্যাক দর্শক গ্রহণ করেন কি না, তার ওপরেই নির্ভর করবে আগামী দিনে ধারাবাহিকটির গল্প কি ভাবে এগোবে।
ফাগুন বউ-এর মতই ইচ্ছে নদী ধারাবাহিকেও এক ডাক্তারের চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রম।