পারিশ্রমিক বকেয়া, ফের বন্ধ একাধিক ধারাবাহিকের শ্যুটিং
RBN Web Desk: প্রযোজনা সংস্থার বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগে ফের বন্ধ হয়ে গেল একাধিক ধারাবাহিকের শ্যুটিং। গত পরশু থেকে বন্ধ হয়ে গেছে ‘জয় বাবা লোকনাথ’, ‘আমি সিরাজের বেগম’, ‘খনার বচন’ ও ‘চৈতন্য মহাপ্রভু’ ধারাবাহিকের শ্যুটিং। এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত কলাকুশলীরা বকেয়া টাকা মেটানো না অবধি আর কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এই সবকটা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা দাগ মিডিয়ার প্রতি অভিযোগ এনে কর্মী ফেডেরেশন দাবী করেছে, প্রযোজক তাঁদের প্রাপ্য টাকা শোধ করেননি। পরশু ছিল সেই টাকা দেওয়ার শেষ দিন। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, তাঁরা কাজ করার জন্য প্রস্তুত। কিন্তু পারিশ্রমিক সংক্রান্ত বিষয় তাঁদের দেখার কথা নয়। সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মুক্তি পেল ‘মিশা’ ছবির গান
বকেয়া টাকা কবে পাওয়া যাবে সেই নিয়ে জট এখনও কাটেনি। তাই আপাতত এই ধারাবাহিকগুলির ভবিষ্যৎ অনিশ্চিত। প্রথা অনুযায়ী, বাংলা ধারাবাহিকের সমস্ত পারিশ্রমিক মেটানোর যৌথ দায়িত্ব চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার।
দাগ মিডিয়ার দাবী, সব টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। এদিকে কলাকুশলী ও টেকনিশিয়নরা জানিয়েছেন তাঁরা বকেয়া টাকা পাননি। যার ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে শ্যুটিং।
সত্যজিতের ছোটগল্পের নামভূমিকায় বোমান ইরানি
শেষ পাওয়া খবরে জানা গেছে, প্রযোজকের তরফে টাকা মেটানোর আশ্বাস পাওয়ার পর গতকাল থেকে আবার শুরু হয়েছে ‘খনার বচন’ ও ‘চৈতন্য মহাপ্রভু’ ধারাবাহিকের কাজ। আগামী সপ্তাহে পাওনা টাকা নিয়ে মিটিং হবে বলে কথা দেওয়া হয়েছে।
একই সমস্যা নিয়ে গত বছরও দীর্ঘদিন বন্ধ ছিল প্রায় সমস্ত ধারাবাহিকের কাজ। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমস্যা মিটেও যায়। তবে বর্তমান পরিস্থিতিতে দেশে সাধারণ নির্বাচন চলতে থাকায়, সমস্যার কোনও আশু সমাধান হয় কি না সেটাই এখন দেখার।