ফেলুদা সিরিজ়ে পরবর্তী ছবির গল্প বাছলেন সন্দীপ
RBN Web Desk: ফেলুদা সিরিজ়ে পরবর্তী ছবির জন্য গল্প বাছলেন পরিচালক সন্দীপ রায়। এবার পর্দায় আসতে চলেছে সত্যজিৎ রায় সৃষ্ট ফেলুদার কাহিনী ‘নয়ন রহস্য’। সত্যজিতের জন্মশতবর্ষ উদযাপনে সন্দীপ যে বড়সড় কোনও চমক আনতে চলেছেন তার ঘোষণা আগেই প্রযোজনা সংস্থার তরফ থেকে করা হয়েছিল।
তবে এবার একই ছবিতে থাকছে ফেলুদা ও সত্যজিতের অন্য সৃষ্টি প্রোফেসর শঙ্কু। সত্যজিতের জন্মশতবর্ষে তাঁর অগণিত অনুরাগীদের এটাই পুত্র সন্দীপের উপহার। দু’ঘন্টার ছবিতে দুটি অধ্যায়, একটিতে ফেলুদার এবং অন্যটিতে শঙ্কুর একটি পূর্ণাঙ্গ গল্প থাকছে।
আরও পড়ুন: বাংলা টেলিভিশনে আসরানি
লেখক সত্যজিতের শেষদিকের কাহিনী ‘নয়ন রহস্য’। গল্পের পটভূমি চেন্নাই।
১৯৭৪ সালে সত্যজিতের পরিচালনায় ‘সোনার কেল্লা’ ছবির মাধ্যমে প্রথম সেলুলয়েডে আসে ফেলুদা, তোপসে ও জটায়ু। এরপর ১৯৭৮ সালে মুক্তি পায় এই সিরিজ়ের পরবর্তী ছবি ‘জয় বাবা ফেলুনাথ’। দীর্ঘ ২৫ বছর পর সন্দীপের পরিচালনায় বড়পর্দায় আসে ‘বোম্বাইয়ের বোম্বেটে’।